×
Entertainment

ছোটো পোশাকে প্রেমিকের সাথে ঘনিষ্ঠ মুহূর্তে জাহ্নবী কাপুর, ছবি দেখে তাজ্জব নেটবাসী

জাহ্নবী কাপুর (Jhanvi Kapoor) সোশ্যাল মিডিয়াতে বরাবই খুব এক্টিভ থাকেন। এই যুগের নায়ক-নায়িকাদের তাদের অনুরাগীদের সাথে জুড়ে থাকার জন্য তা করতেই হয়। তবে নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে শ্রীদেবী (Sri devi) কন্যা যে অন্যতম মুখ আলাদা করে বলার দরকার নেই। অভিনয়ের ঝুলিতে অল্প সিনেমা থাকলেও ইনস্টাগ্রামে তিনিই সর্বেসর্বা। যেমন তার নতুন বোল্ড ফটো ঘিরে আবারো ব্যাপক চর্চা শুরু হয়ে গেছে।

একটি পার্টির ছবিতে দেখা গেছে জাহ্নবী কাপুরের কথিত প্রেমিক শিকড় পাহাড়িয়ার সাথে বেশ ঘনিষ্ঠ মুহূর্তে। নায়িকার পরনে ডিপ নেক লাইন কাটিং সাদা শর্ট ড্রেস। সেই পার্টিতেই উপস্থিত ছিলেন ওরহান, অনন্যা পান্ডে, খুশি কাপুর -রাও। তবে ছোট ও বোল্ড এই পোশাকে আবারো জাহ্নবী সবার নজর কেড়ে নিয়েছেন। একটি ছবিতে শিকড় পাহাড়িয়াকে অভিনেত্রীর কোমরে হাত দিয়ে ছবি তুলতে দেখা গেছে।

আর এই ধরণের ফটো গুলি দেখেই নেটিজেনরা আবারো জাহ্নবী ও শিকড়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন। ফটোতে নায়িকাকে বান করে বাঁধা চুল, ন্যুড মেকআপ, বেবি পিঙ্ক লিপস্টিকে দেখা গেছে যা অসাধারণ লাগছিলো। তবে ফটোতে ক্লিভেজ স্পষ্ট নায়িকার যা অতিরিক্ত উষ্ণতার সংকেত। জাহ্নবীর ফিগার নিয়ে সবসময়ই উৎসুক থাকেন বিশেষ করে পুরুষ অনুরাগীরা। আর এমন ফটো যে ঘায়েল করে সবাইকে তা স্পষ্ট।

পরবর্তীতে পরিচালক পুরি জগন্নাথের ‘জন গণ মন’ (Jana Gana Mana) সিনেমায় অভিনয় করবেন জাহ্নবী কাপুর। ২০২৩ সালের ৩ রা অগাস্ট রিলিজ হবে সিনেমাটি। গতবছর ‘গুড লাক জেরি’ (Good Luck Jerry), মিলি (Mili) মতো পর পর দুটি ওটিটি রিলিজে অভিনয় করে জাহ্নবী কাপুর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।