Jahnvi Kapoor : ‘বাড়তি লেজটা দেবার কারণ কি’, স্টাইলিশ পোশাকে নেটবাসীদের কটাক্ষের মুখে জাহ্নবী কাপুর

Jahnvi Kapoor : সোশ্যাল মিডিয়া খুললে কোনো বি-টাউন সেলিব্রিটির দেখা না পাওয়া গেলেও শ্রীদেবী (Sri Devi) কন্যা জাহ্নবী কাপুর (Jhanvi Kapoor) অবশ্যই থাকবেন। ইতিমধ্যেই তিনি সোশ্যাল মিডিয়া ‘কুইন’ তকমা হাসিল করে ফেলেছেন। অভিনয় জীবন উজ্জ্বল না হলেও তার পোশাক থেকে ব্যক্তিগত জীবন সবকিছুই খুবই উজ্জ্বল। অবশ্যই অনুরাগীদের সাথে জুড়ে থাকার জন্য এক সে এক মন ভোলানো স্টাইল ও লুক নিয়ে হাজির হন। এদিন ‘Pinkvilla Style Icon Awards 2023’ রেড কার্পেটে হাজির হয়েছিলেন জাহ্নবী কাপুর।
View this post on Instagram
Jahnvi Kapoor Got Trolled On Social Media
তবে জাহ্নবীর (Jahnvi Kapoor) পোশাকের কারণে কিন্তু এবার বেশ ট্রোল হতে হয়েছে। ফ্যাশন ডিজাইনার গৌরভ গুপ্তার (Gaurav Gupta) তৈরী নিয়ন রঙে লং টেল হাই থাই কাট ড্রেসে দেখা গেল তাঁকে। কিন্তু শুধু তাই নয় রেড কার্পেটে ঢোকার মুখের এক বাজে মুহূর্তের শিকার হলেন নায়িকা। বিখ্যাত পাপারাজ্জি ‘Viral Bhayani’ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই ভিডিও। যেখানে ফটো তোলার জন্য পাপারাজ্জিদের ক্যামেরার সামনে তিনি দাঁড়াতে যান তখনই পোশাকের সেই লম্বা পরিসরের কারনে হোঁচট খান তিনি।
View this post on Instagram
সবাই কার্যত জাহ্নবীকে (Jahnvi Kapoor) সামলাতে বলেন। তবে নায়িকা কিন্তু কোনো দুর্ঘটনার থেকে নিজেকে খুব ভালো করে বাঁচিয়ে নিয়েছেন। পোশাকের সাথেই দীর্ঘ যে যুক্ত লেজ (Tail) সেটা দেখে কার্যত একাংশ জমিয়ে ট্রোল (Troll) করেছেন জাহ্নবীকে। খোলা চুল, হালকা মেকআপ ও মুখে এক গাল হাসিতে পরিস্থিতি যে অনেকটাই সামলেছেন নায়িকা তা বলার অপেক্ষা রাখে না। নিজেই কার্যত ক্যামেরার সামনে তারপরে জমিয়ে পোজও দিয়েছেন।
View this post on Instagram
কেউ লিখেছেন -‘এই বাড়তি লেজটা দেওয়ার কারণ কি?’ তো দ্বিতীয়জন লিখেছেন -‘বাকি বাড়তি কাপড় দিয়ে একটা গরিব মানুষের পোশাক তৈরী হয়ে যেতে পারতো, শুধু শুধু নষ্ট হলো’। তবে বেশিরভাগ জাহ্নবীকে এই মন ভোলানো লুকের জন্য বেজায় তারিফ করতে ছাড়েননি। কাজের কথা বলতে গেলে, এরপরে জাহ্নবী কাপুর ‘Mr and Mrs Mahi’ সিনেমায় অভিনয় করছেন। যেখানে তার বিপরীতে থাকবেন অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। ছবিটি ২০২৪ সালে মুক্তি পাওয়ার কথা আছে।