Entertainment

একঘেয়েমি গল্পই হল কাল! প্রথম স্থান হারালো ‘অনুরাগের ছোঁয়া’, দেখুন চমকে দেওয়া টিআরপি তালিকা

Advertisement

একেরপর এক টুইস্টয়েও যেন মন গলছে না ভক্তদের। আর তাইতো এবারেও প্রথম স্থান দখল করতে পারলো না ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। বৃহস্পতিবার আসলেই সকলে মুখিয়ে থাকে টিআরপি তালিকা জানার জন্য। কার কোন পছন্দের সিরিয়াল পিছিয়ে গেল আর কেইবা এগিয়ে এলো এসব দিকে নজর থাকে সবার। তবে, আইপিএল-এর মরসুম এসে বেশ করে নম্বর কমছে দীপা-সূর্যর (Dipa-Surya)। প্রথম স্থান হাতছাড়া হয়েছে তাদের। তাহলে প্রথম স্থানে কে আছে তাই ভাবছেন নিশ্চই?

এবারেও বেঙ্গল টপার ধারাবাহিক ‛জগদ্ধাত্রী’ (Jagadhatri)। এই ধারাবাহিকের রেটিং ৮.২। ওদিকে ৭.৭ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। তৃতীয় স্থানে রয়েছে ‛গৌরী এলো’ (Gouri Elo)। এই ধারাবাহিকের রেটিং ৭.৫। চলুন তবে দেখে নেওয়া যাক এসপ্তাহের টিআরপি তালিকা।

১.জগদ্ধাত্রী (Jagadhatri)-৮.২
২.অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)-৭.৭
৩.গৌরী এলো (Gouri Elo)-৭.৫
৪.নিম ফুলের মধু (Neem Phuler Madhu)-৭.৪
৫.রাঙা বউ (Ranga Bou)-৬.০
৬.বাংলা মিডিয়াম (Bangla Medium)-৫.৮
৭.পঞ্চমী (Panchami)-৫.৭
৮.মেয়েবেলা (Meyebela), খেলনা বাড়ি (Khelna Bari)-৫.৫
৯.গাঁটছড়া (Gantchhora)-৫.৩
১০.কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Kamala O Sriman prithviraj)-৫.২

এই প্রথমবার ‛কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Kamala O Sriman prithviraj) ধারাবাহিককে প্রথম দশে দেখে বেশ খুশি ভক্তরা। তবে, রেটিং কমেছে ‛পঞ্চমী’র (Panchami)। প্রথম পাঁচ থেকে নেমে একেবারে সাতে চলে এসেছে। ওদিকে ‛গাঁটছড়া’র (Gantchhora) নতুন অধ্যায় শুরু হলেও প্রথম দশে নিজের জায়গা ধরে রেখে এই সিরিয়াল। তবে, ‛মিঠাই’ (Mithai) রানীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না প্রথম দশে।