Entertainment

‘সোনার সংসার’-এ সেরা জুটির তকমা পেল স্বয়ম্ভু-জগদ্ধাত্রী! ক্ষোভে সিড-মিঠাই ভক্তরা

Advertisement

সিড-মিঠাই নয়, সেরা জুটি জগদ্ধাত্রী-স্বয়ম্ভু! জি বাংলার সোনার সংসারের ফলাফল দেখে চটে লাল মিঠাই ভক্তরা। প্রতিবছরই নিয়ম করে জি বাংলার পর্দায় অনুষ্ঠিত হয় সোনার সংসার। আর সেখানে কোন ধারাবাহিক বেশি পুরস্কার পেল, কারা হল সেরা জুটি অথবা সেলিব্রেটিরা কে কেমন পোশাক পরে হাজির হলেন ইভেন্টে সেদিকে নজর থাকে সবারই। আর এবারেও বসেছিল সেই আসর।

'সোনার সংসার'-এ সেরা জুটির তকমা পেল স্বয়ম্ভু-জগদ্ধাত্রী! ক্ষোভে সিড-মিঠাই ভক্তরা

বৃহস্পতিবার রাতে জি বাংলা সোনার সংসার ২০২৩-র (Zee Bangla Sonar Songsar 2023) মেইন ইভেন্ট বসেছিল। আর সেখানেই হাজির হয়েছিলেন জি বাংলা পরিবারের সকল সদস্যরা। অফিসিয়ালি ঘোষণা না হলেও কিছু ঝলক ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেখানেই সেরা জুটির নাম হিসেবে উঠে এসেছে জগদ্ধাত্রী-স্বয়ম্ভুর নাম। আর তা নিয়েই ক্ষিপ্ত মিঠাই ভক্তরা। তাদের কথায় সিড-মিঠাই বাদে কখনই জগদ্ধাত্রী-স্বয়ম্ভু সেরা জুটি হতে পারেনা।

'সোনার সংসার'-এ সেরা জুটির তকমা পেল স্বয়ম্ভু-জগদ্ধাত্রী! ক্ষোভে সিড-মিঠাই ভক্তরা

যদিও এই নিয়ে চুপ থাকেনি জগদ্ধাত্রী ভক্তরা। তারাও সুর চড়িয়েছেন। তাদের মতে সিড-মিঠাই দু বছরে হাতে গুনে আই লাভ ইউ বলেছে। আর যেখানে স্বয়ম্ভু তার স্ত্রী জগদ্ধাত্রীকে বারবার ভালোবাসা জাহির করতে থাকে। আর তাই তাদেরই সেরা জুটির পুরস্কার পাওয়া উচিত। তবে, একেবারেই খালি হাতে ফেরেনি সিড-মিঠাইরা। সেরা নায়ক ও নায়িকার পুরস্কার পেয়েছে সৌমিতৃষা ও আদৃত।

'সোনার সংসার'-এ সেরা জুটির তকমা পেল স্বয়ম্ভু-জগদ্ধাত্রী! ক্ষোভে সিড-মিঠাই ভক্তরা

সবমিলিয়ে মোট ৫ টি অ্যাওয়ার্ড পেয়েছেন ‛মিঠাই’ টিম। আর ওদিকে ‛জগদ্ধাত্রী’-র ঝুলিতে উঠেছে ৯ টি পুরস্কার। এমনকি নতুন শুরু হওয়া ধারাবাহিক ‛নিম ফুলের মধু’ পেয়েছে ৪টি অ্যাওয়ার্ড। এখন সকলেই অপেক্ষা করে আছে টিভির পর্দায় জি বাংলা সোনার সংসার ২০২৩-র টেলিকাস্ট দেখার।