লজ্জার সব সীমা অতিক্রম করেছে এই ওয়েব সিরিজ, বাচ্চারা দূরে থাকো এই ভিডিও থেকে

Ullu Web Series: অনলাইন অ্যাপ মানেই এখন দর্শকদের বাঁধন ছাড়া কনটেন্ট। Netflix কিংবা Amazon Prime তো ছিলই। কিন্তু তাঁদের সাথেই যুক্ত হয়েছে ullu, Kooku, Prime Shot -র মতো কিছু অ্যাপ। একের পর এক গরম করা ওয়েব সিরিজের দেখা যায় সেখানে। তাই তো সব কিছুর মধ্যেও দর্শকরা সেই সিরিজ বিশেষভাবে দেখতে আগ্রহী। আপনারা নিশ্চয়ই উল্লুর পর্দায় জাল ওয়েব সিরিজ দেখেছেন। এবার সেই ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। কলাকুশলী থেকে সিরিজের গল্প, রিলিজ তারিখ সব কিছুই আপনাদের সাথে ভাগ করে নেবো।
Web series: জাল পার্ট ২ (Jaal Part 2)
Cast : মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দোন্না মুন্সী (Donna Munsi), তানিয়া চ্যাটার্জী (Tania Chatterjee), মুসকান আগারওয়াল (Muskan agarwal) প্রমুখ অ্যাডাল্ট সিরিজের পরিচিত মুখেরা।
Web series Story : প্রথম পর্বের গল্পের সাথে তাল মিলিয়েই দ্বিতীয় পর্বের গল্প তৈরী করা হয়েছে। প্রথম পর্বে দেখা গিয়েছিলো ধীরাজ বর্মার মৃত্যু হয়েছে। যার ফলে তার দুই ছেলের মধ্যে বাড়ি ভাগাভাগি নিয়ে ঝামেলা শুরু হয়। এবার দ্বিতীয় পর্বে দেখা যাবে বড়ো ছেলে ও ছোট ছেলে বাড়ি অর্ধেক ভাগাভাগি করতেই যাবে সেই সময় এন্ট্রি নেই ধীরাজ ভার্মার তৃতীয় ছেলে। সেও এবার বাড়ির ভাগ চায়। সেই ছেলেটি নিজেই জানান ধীরাজ বর্মার অবৈধ সন্তান তিনি। তাই সেই বাড়ি থেকে তার ভাগ আছে। তবে ছোট ছেলের বৌয়ের সাথে অবৈধ ছেলেটির প্রেম আগে থেকেই ছিল যা সিরিজে দেখানো হয়েছে। কিন্তু বাড়ি কেন্দ্র করে যে নতুন ঝামেলা তৈরী হবে সেটাই এই ওয়েব সিরিজেr মধ্যে দিয়ে দেখতে পাবেন।
Release Date : ২০২২ সালের ২৮ সে জুন উল্লু অ্যাপের মাধ্যমে ‘জাল ২’ সিরিজ রিলিজ হয়েছিল।
Episodes: দুটি পর্ব দেখা যাবে এই জাল ২ সিরিজে।
Languages: উল্লু তার সব ওয়েব সিরিজ হিন্দি সহ আরও ৬টি আঞ্চলিক ভাষায় রিলিজ করে। এবারেও তার ব্যাতিক্রম হয়নি বলা যায়।
সিরিজটি উপভোগ করার জন্য প্রথমে উল্লু অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপরে নির্দিষ্ট টাকার বদলে সাবস্ক্রিপশন নিতে হবে। তারপর থেকে নিজের ইচ্ছা মতো আপনি ওয়েব সিরিজ দেখতে পারেন।