Entertainment

মাত্র ২ মাসেই সফর শেষ ‘বালিঝড়’-এর, দুই নায়কের সঙ্গে ছবি পোস্ট করে যা লিখলেন তৃণা, মন খারাপ ভক্তদের

Advertisement
Advertisements

অবশেষে টিআরপিই কাল হল! মাত্র দুমাসেই বন্ধের মুখে ‛বালিঝড়’। বেশ দিনকয়েক যাবৎ সোশ্যাল মিডিয়ায় (Social Media) কানাঘুষো শোনা যাচ্ছে যে, ‛বালিঝড়’ (Balijhor) নাকি শেষ হওয়ার পথে। এমনকি ‛রামপ্রসাদ’ (Ramprasad) -এর আগমনে সেই জল্পনা উঠেছিল তুঙ্গে। যদিও পরে দেখা গিয়েছে যে, ‛বালিঝড়’ বন্ধ করে নয় তাদের টাইমেই সম্প্রচারিত হবে ‛রামপ্রসাদ’।

মাত্র ২ মাসেই সফর শেষ ‘বালিঝড়'-এর, দুই নায়কের সঙ্গে ছবি পোস্ট করে যা লিখলেন তৃণা, মন খারাপ ভক্তদের

তারপর থেকে সকলেই অনুমান করেছিল বিকেলের স্লটে দেখানো হবে বালিঝড় (Balijhor)। কিন্তু অবশেষে সবকিছুই শেষ হতে চললো। আর তার প্রমান মিললো তৃনার (Trina Saha) পোস্টে। এদিন স্রোত, ঝোড়া, মহার্ঘ্য একই ফ্রেমে ধরা দিয়েছিলেন। তিনজনের পোশাকেই রয়েছে রং মিলান্তি। গোলাপি রঙের পোশাকে হাসিমুখে ধরা দিয়েছেন তিনজনেই। প্রথম ছবিতে তিনজনকে একসঙ্গে দেখা যাচ্ছে।

মাত্র ২ মাসেই সফর শেষ ‘বালিঝড়'-এর, দুই নায়কের সঙ্গে ছবি পোস্ট করে যা লিখলেন তৃণা, মন খারাপ ভক্তদের

আর দ্বিতীয় ছবিতে ঝোড়া ও স্রোতকে একসঙ্গে সেলফি তুলতে দেখা যাচ্ছে। ছবি শেয়ার করে তৃনা (Trina Saha) ক্যাপশনে লিখেছেন যে, ‛শেষ চার এপিসোড’। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন যে, ‛হ্যাপি এন্ডিং’। আর এই ছবি দেখেই মন ভেঙেছে দর্শকদের। কেউ লিখেছেন ‛এই তো শুরু হল, এত দ্রুত কেন শেষ হচ্ছে? এটা অন্যায়’। আবার কেউ লিখেছেন যে, ‛গাঁটছড়া এত বোরিং হচ্ছে, সেটা শেষ না করে সদ্য শুরু হওয়া গল্পটার গলা টিপে মেরে ফেলল, আজব’।

‛খড়কুটো’র পর ‛তৃশিক’ জুটির জনপ্রিয়তা এতটাই তুঙ্গে উঠেছিল যে সেই দিয়েই আরও একবার বাজিমাত করতে চেয়েছিল নির্মাতারা। কিন্তু লড়াইতে টিকে থাকতে পারেনি তারা। দু বছরের পুরোনো ধারাবাহিক মিঠাই-এর কাছেও তাকে টিআরপি (TRP) তালিকায় পিছিয়ে পড়তে হয়েছে। আর তাই অবশেষে ইতি টানতে চলেছে বালিঝড় (Balijhor) সিরিয়াল।