Entertainment

প্রমান হয়ে গেল গুড্ডিকে মারতে চেয়েছিল শিরীন, এবার জেলে যাবে অনুজের বউ! জমে উঠেছে ধারাবাহিক

Advertisement
Advertisements

অবশেষে ভিডিও ফুটেজ দেখে গুড্ডির খুনীকে শনাক্ত করলো অনুজ। শিরিনই যে আসলে দোষী তা এবার প্রমান হল সবার কাছে। টানটান পর্ব গুড্ডি ধারাবাহিকে। প্রথম থেকেই শিরিনের উপর সন্দেহ ছিল অনুজের। আর তাইতো একেরপর এক সে তদন্ত করেই চলেছে। আর অবশেষে সেই তদন্তের ফল মিললো। তার ধারণাই সত্যি প্রমাণিত হয়েছে। তার স্ত্রী অর্থাৎ শিরিনই গুড্ডিকে মারতে চেয়েছিল।

ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, দিনকয়েক আগেই গুণ্ডাদের গুলিতে আহত হয়েছিল গুড্ডি। যদিও ফের সুস্থ হওয়ার দিকে এগোচ্ছিল গুড্ডি। কিন্তু তখন শিরিন গুড্ডিকে হাসপাতালে দেখতে এসে সর্বনাশ ঘটায়। যে ওষুধ আর প্রয়োজন নেই বার বার নানান অছিলায় সেই ওষুধ সে গুড্ডিকে খাইয়ে দেয়। এমনকি শেষ পর্যন্ত ফলের রসের মধ্যে সেই ওষুধ মিশিয়ে খাওয়ায়।

প্রমান হয়ে গেল গুড্ডিকে মারতে চেয়েছিল শিরীন, এবার জেলে যাবে অনুজের বউ! জমে উঠেছে ধারাবাহিক

যথারীতি ওষুধ খেয়ে গুড্ডির কষ্ট হতে থাকে। সে নার্সকে ডাকতে বলে। কিন্তু শিরিন কিছুতেই ডাকে না। বরং তাকে ঘুমিয়ে পড়তে বলে। যদিও অবশেষে ডাক্তারদের প্রাণপন চেষ্টায় প্রাণে বাঁচে গুড্ডি। কিন্তু অনুজ ঠিক করে গুড্ডিকে যে মেরেছে তাকে ধরবেই। আর সেই মতোন তদন্ত শুরু করে। আর অবশেষে দোষী হিসেবে শিরিনের নাম আসে প্রকাশ্যে।

প্রমান হয়ে গেল গুড্ডিকে মারতে চেয়েছিল শিরীন, এবার জেলে যাবে অনুজের বউ! জমে উঠেছে ধারাবাহিক

যদিও যুধাজিৎ ও গুড্ডি দুজনেই চাইছে এবারের মতো শিরিনকে যাতে ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু তাতে একেবারেই রাজি নয় অনুজ। তার কথা অন্যায়ের শাস্তি শিরিন পাবে। শিরিনের কাকুতি মিনতিও শোনে না অনুজ। এবার দেখার পালা আগামী দিনে কি হয় গুড্ডি ধারাবাহিকে।