EntertainmentLifestyleNews

ব্যাগের যা দাম একটা দারুন ফ্ল্যাট কেনা হয়ে যাবে, ঈশা আম্বানির এই ‘পুতুল ব্যাগ’-র দাম শুনলে মাথা ঘুরে যাবে

Advertisement
Advertisements

Isha Ambani at Met Gala 2023: ভারতের সবথেকে ধনী পরিবারের মধ্যে অন্যতম হলেন মুকেশ আম্বানির (Mukesh Ambani) পরিবার। বিশ্বের দরবারে তাঁদের রয়েছে আলাদা রকমের পরিচিতি। বরাবরই তাঁদের ব্যবসা থেকে বিলাসবহুল জীবন যাত্রার কারণে তাঁরা উঠে আসেন সংবাদের শিরোনামে। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ১০ নম্বরে রয়েছে মুকেশ আম্বানির নাম। তার মোট সম্পত্তির পরিমান ৮১.৮ বিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় ৬ লাখ ৭৪ হাজার কোটি টাকা। এত সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও খুবই বিনয়ী আচরণ তার।

ব্যাগের যা দাম একটা দারুন ফ্ল্যাট কেনা হয়ে যাবে, ঈশা আম্বানির এই ‘পুতুল ব্যাগ'-র দাম শুনলে মাথা ঘুরে যাবে

এমনকি তিনি সাদামাটা জীবন কাটাতে পছন্দ করেন। তবে, তার স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani) কিন্তু বিলাস বহুল জীবন কাটাতেই বেশি পছন্দ করেন। আর সেই কারণেই তিনি মাঝেমধ্যে উঠে আসেন পেজ থ্রির পাতায়। তবে, এবার মুকেশ ও নীতা কেউই নয় খবরের শিরোনামে উঠে এলেন তাদের মেয়ে ঈশা আম্বানি (Isha Ambani)। চলতি বছর অর্থাৎ ২০২৩-এর মেট গালা ইভেন্ট সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যাপক পরিমানে ঝড় তুলেছিল। কেননা সেখানে দেখা মিলেছিল বিশিষ্ট সব ব্যাক্তিত্বদের।

ব্যাগের যা দাম একটা দারুন ফ্ল্যাট কেনা হয়ে যাবে, ঈশা আম্বানির এই ‘পুতুল ব্যাগ'-র দাম শুনলে মাথা ঘুরে যাবে

আর দেখা মিলবে নাই বা কেন এটা হল বছরের সবচেয়ে বড় ফ্যাশান ইভেন্ট। সেখানেই রেড কার্পেটে হেঁটেছিলেন মুকেশ ও নীতার (Mukesh-Ambani) কন্যা ঈশা আম্বানি (Isha Ambani)। এই নিয়ে ঈশা তৃতীয়বার মেটা গালার ইভেন্টে হাঁটলেন। আর এই ইভেন্টে ইশার শাড়ি প্যাটানের গাউন ও ব্যাগ নজর কেড়েছিল সকলের। বিশেষ করে যে ব্যাগটি ঈশা ক্যারি করেছিলেন তার দাম শুনলে তো মাথায় হাত পরবে আপনার।

Isha Ambani’s Doll Bag Price:

মেট গালার ইভেন্টে ঈশা (Isha Ambani)  ডিজাইনার প্রবাল গুরুং-এর সৃষ্টি করা একটি কালো রঙের শাড়ি প্যাটানের গাউনে ধরা দিয়েছিলেন। তার এই গ্ল্যামারাস লুক সবাইকে অবাক করে দিয়েছিল। পাশাপাশি এদিন ঈশা একটি বিরল পুতুল ক্লাচ ব্যাগও ক্যারি করেছিলেন। যেটির দাম ৪৯ লক্ষ টাকার বেশি। ছোট্ট ক্লাচটির দাম ২৪ লাখ টাকার বেশি। এছাড়াও ইশা আম্বানির শাড়ি প্যাটানের গাউনটি হাজার হাজার মুক্তো দিয়ে ডিজাইন করা হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by VOGUE India (@vogueindia)

শুধু এসবই নয় এদিন ইশা (Isha Ambani) লোরেন শোয়ার্টজের হীরার নেকলেস সহ একটি চোকার পরেছিলেন। এদিনের এই ইভেন্টে ঈশা আম্বানি ছাড়াও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং আলিয়া ভাট (Alia Bhatt) হেঁটেছিলেন।