Entertainment

Jeetu-Nabanita: জিতু-নবনীতার দাম্পত্যে ফাটল! তারকা জুটির বিচ্ছেদের জোর গুঞ্জন টলিপাড়ায়

একদিকে যেমন অভিনেতা ও অভিনেত্রীর প্রেমের গুঞ্জনে সরগরম হয় গোটা টলিপাড়া ঠিক তেমনই বিচ্ছেদের খবরেও বেশ হইচই পরে নেটপাড়ায়। টেলিপাড়ার জনপ্রিয় দুই অভিনেতা ও অভিনেত্রী হলেন জিতু কমল (Jeetu Kamal) ও নবনীতা দাস (Nabanita Das)। দুজনেই তাঁরা নিজেদের কেরিয়ারে বেশ সাফল্য অর্জন করেছেন। পাশাপাশি বৈবাহিক জীবনেও তাঁদের খুবই মিষ্টি সম্পর্ক। কিন্তু হঠাৎ করেই অনীক দত্তের ‘সত্যজিৎ’ সিনেমা তৈরির খবর প্রকাশ্যে আসার পর থেকেই জিতু ও নবনীতার বৈবাহিক জীবনের টানাপোড়েন ঘিরে জল্পনা তুঙ্গে।

টলিপাড়া সূত্রে খবর তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে। দুজনকেই নাকি একসঙ্গে একটি সিরিয়ালে কাজের অফার দেওয়া হয়েছিল। কিন্তু জিতু (Jeetu kamal) নাকি সেই অফার ফিরিয়ে দিয়েছেন। তবে, নবনীতার (Nabanita Das) তরফে কোনো সমস্যা নেই বলেই জানা গিয়েছে। তাহলে কি সত্যিই বিচ্ছেদের পথে হাঁটছেন এই জুটি? যদিও এই বিষয়ে জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের কাছে জিতু ও নবনীতা উভয়েই খোলামেলা বক্তব্য রেখেছেন।

তাঁদের বিচ্ছেদের খবরে রীতিমতো অবাক হয়েছেন জিতু-নবনীতা (Jeetu-Nabanita) দুজনেই। তাঁদের বক্তব্য তাঁরা কোনো সিরিয়ালের অফার পাননি। নবনীতার কথায় – ‘মহাপীঠ তারাপীঠ’ শেষ না হলে কিভাবে অন্য কাজ করবেন। অন্যদিকে জিতুর কথা আপাতত অনীকের ছবির কাজে ব্যস্ত রয়েছেন তিনি। এমনকি মার্চে তাঁরা কাশ্মীর ঘুরতে যাবেন বলেও জানান পর্দার সত্যজিৎ। আর তারপরই ফিরে এসে ভাববেন বিচ্ছেদ করবেন নাকি আবারও বিয়ে করবেন।

প্রসঙ্গত, ২০২১ সালে বেশ কিছু জনপ্রিয় তারকাদের বিচ্ছেদের খবরে সরগরম হয়েছিল টলিপাড়া। যাঁরা এতদিন ‘পারফেক্ট কাপল’ হিসেবে পরিচিতি পেয়ে এসেছিলেন তাঁদের বিচ্ছেদ খবরে রীতিমতো চমকে গিয়েছিলেন সকলেই। সম্প্রতি আবার জিতু-নবনীতার বিচ্ছেদের খবর একপ্রকার চিন্তার ভাঁজ ফেলেছে ভক্তদের মনে। তবে, এই খবর যে পুরোটাই ভুয়ো তা আরও একবার খোলামেলা ভাবে জানালেন এই তারকা দম্পতি।