×
Entertainment

পরনে পাঞ্জাবি, মাথায় টোপর, গলায় রজনীগন্ধার মালা, তিয়াসার সঙ্গে বিচ্ছেদ হতে না হতেই ফের বিয়ের পিঁড়িতে সুবান!

Suban-Tiyasha বিয়ে ভেঙেছে মোটে চার মাস হল। আর এর মধ্যেই আবারও একবার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা সুবান রায় (Suban Roy)! আসলে কেসটা কি? ফেব্রুয়ারি মাসের শেষদিনে ৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন অভিনেতা। আলাদা হয়ে গিয়েছে সুবান ও তিয়াশার পথ। তারপর সুবানকে নিয়ে তিয়াশার (Tiyasha Lepcha) নানান মন্তব্য ও তিয়াশাকে নিয়ে সুবানের নানান মন্তব্য সবকিছুই উঠে এসেছিল সংবাদের শিরোনামে।

পরনে পাঞ্জাবি, মাথায় টোপর, গলায় রজনীগন্ধার মালা, তিয়াসার সঙ্গে বিচ্ছেদ হতে না হতেই ফের বিয়ের পিঁড়িতে সুবান! -

তবে, এবার পরনে কোচা ধুতি, তসরের পাঞ্জাবি, গলায় রজনীগন্ধার মালা ও মাথায় টোপর পরে দেখা মিললো সুবানের (Suban Roy)। তাহলে কি কাউকে না জানিয়েই চুপিসারে বিয়ে সারলেন? এই প্রশ্নের উত্তরেই ফোনের ওপার থেকে হো হো করে হেসে উঠলেন সুবান। জানালেন বর সেজে দারুন লাগছে। এই প্রথমবার আমি এভাবে বিয়ে করতে যাচ্ছি। এক্সাইটেড। দারুন একটা ব্যাপার আমার কাছে।

পরনে পাঞ্জাবি, মাথায় টোপর, গলায় রজনীগন্ধার মালা, তিয়াসার সঙ্গে বিচ্ছেদ হতে না হতেই ফের বিয়ের পিঁড়িতে সুবান! -

কিন্তু যদিও বা বিয়ে করে থাকেন তাহলে পাত্রী কে? সেই প্রশ্নই ঘুরছে দর্শকদের মনে। সুবান নিজেই জানালেন পাত্রী হল ‛আরোহী’। আসলে সিরিয়ালের পর্দায় সুবান থুড়ি মানিক বিয়ে করতে চলেছে আরোহীকে। কালারর্স বাংলার পর্দায় সম্প্রচারিত ‛তুমিই আমার মা’ ধারাবাহিকে আরোহীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়া মন্ডল। ব্যাক্তিগত জীবনে বিয়ে সুখের হয়নি। কিন্তু রিল লাইফে তার বিয়ে কি আদেও হবে সেটাই এখন দেখার। তবে ব্যাক্তিগত জীবনের বিয়েতে যে এভাবে বর সাজার সুযোগ হয়নি তা জানান অভিনেতা।

পরনে পাঞ্জাবি, মাথায় টোপর, গলায় রজনীগন্ধার মালা, তিয়াসার সঙ্গে বিচ্ছেদ হতে না হতেই ফের বিয়ের পিঁড়িতে সুবান! -

কিন্তু কেন হয়নি তার উত্তর মেলেনি সুবানের কাছে। বরং তার যে কোন আফসোস নেই এই নিয়ে সেকথাই স্পষ্ট করে জানান। তবে, প্রথম বিয়ে ভেঙে গেলেও বিয়ের মতো সুন্দর সামাজিক প্রতিষ্ঠানের উপর তার অগাধ বিশ্বাস রয়েছে। কিন্তু তার জন্য যে সঠিক ও মনের মতো মানুষকে পাশে চাই সেকথা জানিয়েছেন বৈকি।