TRP তালিকায় ভালো ফল করতে ব্যর্থ! শেষমেস বন্ধের পথে স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‛গাঁটছড়া'(Gantchhora) নাকি বন্ধের পথে! তেমনটাই চর্চা চলছে নেট মাধ্যমে। নতুন বছর পড়তে না পড়তেই খবর এসেছে যে, লক্ষ্মী কাকিমা সুপারস্টার, সাহেবের চিঠি-র মতো ধারাবাহিক নাকি বন্ধ হতে চলেছে। এমনকি আগামীকাল থেকে স্টার জলসার পর্দায় দেখা যাবে ‛মেয়েবেলা’ ধারাবাহিক। আর এই সিরিয়ালের হাত ধরেই আবারও বহু বছর পর পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী রুপা গাঙ্গুলি।
এছাড়াও এখনও পর্যন্ত স্টার জলসার পর্দায় তিনটি সিরিয়াল আসার মুখে। আর সেগুলি হল ‛রামপ্রসাদ’, ‛বালিঝড়’, ‛কমলা শ্রীমান পৃথীরাজ’। আর তাই সকলের ধারণা ‛বালিঝড়’-কে জায়গা করে দিতেই নাকি জলসা থেকে বিদায় নেবে ‛গাঁটছড়া’। শুরু থেকেই খড়ি-ঋদ্ধির প্রেম নজর কেড়েছে নেটিজেনদের। কিন্তু ‛জগদ্ধাত্রী’ আসতেই ধীরে ধীরে টিআরপি তালিকা থেকে পিছু হটতে থাকে এই ধারাবাহিক।
তবে, গাঁটছড়া বন্ধের বিষয়ে অভিনেত্রী শোলাঙ্কি জানিয়েছেন যে, ‛আমার কাছে সিরিয়াল বন্ধের কোনো খবর নেই’। বর্তমানে জোরকদমে চলছে ‛বালিঝড়’-র শ্যুটিং। এই সিরিয়ালের হাত ধরে পর্দায় উঠে আসবে ত্রিকোণ প্রেমের কাহিনী। ইন্দ্রাশিষ, তৃনা, কৌশিক তিনজনকে দেখা যাবে সিরিয়ালের পর্দায়। আগামীমাস থেকে টিভির পর্দায় দেখা যেতে পারে ‛বালিঝড়’।
তবে, ‛গাঁটছড়া’ বন্ধ না হলেও স্লট বদলের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেমন ‛নিম ফুলের মধু’ ধারাবাহিক আসাতে ‛মিঠাই’-কে প্রাইম টাইম থেকে সরিয়ে সন্ধ্যের স্লটে দেওয়া হয়েছে। তাহলে কি এবার মিঠাইয়ের মতো গাঁটছড়াও প্রাইম টাইম থেকে সরে যাবে? নাকি ঈশার স্মৃতি ফিরে আসলেই শেষ হয়ে যাবে ‛গাঁটছড়া’ সেটাই এখন দেখার।