EntertainmentVideoViral Video

Neha Kakkar’s Pregnancy : ডিভোর্সের গুঞ্জনের মাঝে হঠাৎই প্রেগন্যান্ট গায়িকা নেহা কক্কর!

ডিভোর্সের গুঞ্জনের মাঝেই এবার নেহার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তোলপাড় চারিদিক। বর্তমানে নেহা কক্করের (Neha Kakkar) জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তার গান মনজয় করেছে লক্ষ লক্ষ মানুষের। একটা সময় নিজের স্বপ্নপূরণ করতে নেহা পা রেখেছিলেন ‛ইন্ডিয়ান আইডল’-এর (Indian Idol) মঞ্চে। কিন্তু সেখানেও তিনি কিছু করতে পারেননি। এরপর অবশেষে নিজের চেষ্টায় তিনি গানের জগতে পরিচিতি গড়ে তোলেন।

পরবর্তীকালে তিনি গায়ক রোহনপ্রীতের (Rohanpreet Singh) সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। বেশ ভালোই চলছিল তাদের বৈবাহিক সম্পর্ক। কিন্তু তারমাঝেই হঠাৎ করে তাদের ডিভোর্সের গুঞ্জনে ভরে যায় নেটমাধ্যম। যদিও নেহা ও রোহন তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করে জানান দিয়েছেন যে, সম্প্রতি নেট মাধ্যমে নেহার একটি ভিডিও (Video) ভাইরাল হয়েছে। আর সেটাই গুঞ্জনের মূল কেন্দ্রবিন্দু। ভাইরাল ওই ভিডিওতে নেহাকে একটি ইভেন্টে উপস্থিত হতে দেখা গিয়েছে।

আর সেখানে নেহার (Neha Kakkar) পরণে রয়েছে ডিপ গোলাপি রঙের কম্বিনেশনের কাট আউট ড্রেস। তবে, ড্রেসটি ফুলস্লিভ। পাফড স্লিভ ড্রেসের ডিপ নেকলাইনের কারণে উন্মুক্ত নেহার ক্লিভেজ। চোখে রয়েছে কালো আইলাইনার। ঠোঁট রাঙিয়েছেন ফুশিয়া পিঙ্ক রঙের লিপস্টিকে। গালে রয়েছে গোলাপি ব্লাশারের ছোঁয়া। স্ট্রেট করা চুলে সকলের সাথে হেসে কথা বলছিলেন নেহা।

আর সেখানেই তাঁর পোশাকের মধ্যে থেকে পেটটা ভারী লাগছিল। যার ফলে অনেকেই মনে করছেন যে, নেহা (Neha Kakkar) অন্তঃসত্ত্বা। যদিও এই বিষয়ে নেহা অথবা রোহন কিছুই জানাননি।