Entertainment

গৌরব এখন অতীত, ইন্দ্রনীলের সঙ্গে প্রেম করছেন ‘গাঁটছড়া’র দ্যুতি

সূর্যাস্তের আলোয় ইন্দ্রনীলের (Indranil Chatterjee) বাহুডোরে ‛গাঁটছড়া’র দ্যুতি! মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। টেলিপাড়ার অন্দরে প্রেম ভাঙা-গড়া এ নতুন কোনো বিষয় নয়। আর এই তালিকায় প্রথম সারিতে যার নাম উঠে আসে তিনি হলেন শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacharya)। টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী তিনি। এই মুহূর্তে তাকে ‛গাঁটছড়া’ ধারাবাহিকে দ্যুতি নামের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। আর তার এই অভিনয় বেশ নজরও কেড়েছে দর্শকদের।

২৫ বছর বয়সী এই অভিনেত্রী অল্প সময়ের মধ্যেই টেলি ইন্ডাস্ট্রিতে বেশ পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন। তার ৭ বছরের কেরিয়ারে নেট মহলে বেশ চর্চিত এই অভিনেত্রী। ব্যাক্তিগত জীবন নিয়ে বেশ চর্চায় থাকেন শ্রীমা। অনেকদিন আগে অভিনেতা গৌরব রায় চৌধুরীর (Gourab Roy Chowdhury) সঙ্গে প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন। এমনকি একটা সময় ক্রিকেটার কণিষ্ক শেঠের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।

যদিও শ্রীমা (Shreema Bhattacharya) জানিয়েছিলেন তারা শুধুই বন্ধু। তবে, শ্রীমার জন্মদিনের পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। ‘নাগলীলা’ ধারাবাহিক দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করলেও ‛জামাই রাজা’ সিরিয়াল দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন। বর্তমানে তার রূপে মজেছেন বহু পুরুষ। আর এই পুরুষের মাঝে একজন হলেন জবার ছেলে। কি ঠিক চিনতে পারছেন না নিশ্চই? একসময় স্টার জলসার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক ছিল ‛কে আপন কে পর’।

আর সেখানেই জবার ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় (Indranil Chatterjee)। বর্তমানে শ্রীমা আর ইন্দ্রনীলের (Shreema-Indranil) প্রেমের গুঞ্জনে উত্তাল নেটপাড়া। যদিও এই বিষয়ে কেউই এখনও পর্যন্ত মুখ খোলেননি। তবে, আজকাল দুজনই যেভাবে রাখঢাক ছাড়াই লাবিডাবি রিলস বানাচ্ছেন তাতে কারোর বুঝতে বাকি নেই যে ডাল ম্যায় কুচ কালা হ্যায়। সম্প্রতি রবিবার আবারও একবার তাদের রোম্যান্টিক মুহূর্তের সাক্ষী হলেন নেটিজেনরা।

অরিজিতের রোম্যান্টিক ‛আপনা বানালে’ গানে ইন্দ্রনীলের (Indranil Chatterjee) বাহুডোরে ধরা দিলেন শ্রীমা। গোধূলি বেলায় ছাদের উপর গানে গানেই প্রেম সারলেন দুজন। ভিডিও শেয়ার করে শ্রীমা ক্যাপশনে লিখেছেন যে, ‛সূর্যাস্ত, রবিবার এবং আমরা’। সঙ্গে ইনফিনিটি ও হার্টের ইমোজিও দিয়েছেন। আর এই ভিডিওর কমেন্ট বক্সে ইন্দ্রনীলও তিনটি হার্টের ইমোজি দিয়েছেন। পাশাপাশি অনেকেই আবার কমেন্ট করেছেন। এখন শুধু দেখার পালা আগামী দিনে তাদের সম্পর্ক কোনদিকে মোড় নেয়।