পাপীদের শাস্তি দিতে আসছে তার সন্তান, হঠাৎ করেই গর্ভবতী রাখি সাওয়ান্ত? বেবি বাম্প নিয়ে ভাইরাল অভিনেত্রী!

Rakhi Sawant আচমকাই মা হতে চলেছেন রাখি সাওয়ান্ত! এই খবর শুনে চোখ ছানাবড়া নেটিজেনদের। কিন্তু কিছুক্ষণ আগে যার বেবিবাম্প ছিল না হঠাৎ করে কিভাবে তার বেবিবাম্প হলো সেই নিয়েও জল্পনা তুঙ্গে। বলিউড জগতের জপ্রিয় একজন অভিনেত্রী তথা মডেল ও নৃত্যশিল্পী হিসেবে রাখি সাওয়ান্তকে কেই না চেনে। নিজের অভিনয় ও নাচের দক্ষতার জেরেই বলিউডে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন।
মূলত বলিউডে রাখি ড্রামা কুইন হিসেবেই বেশি পরিচিত। এই বয়সে এসেও তাঁর রূপে ঘায়েল হাজার হাজার পুরুষ। হিন্দি ছবির পাশাপাশি মারাঠি, তেলেগু, তামিল ছবিতেও অভিনয় করেছেন রাখি। বরাবরই কোনো না কোনো কারণ নিয়ে সংবাদের শিরোনামে উঠে আসেন রাখি। বেশ কিছুদিন যাবৎ ধরে নতুন প্রেমিক ও তার সঙ্গে সম্পর্ক নিয়ে সংবাদের শিরোনামে রয়েছেন রাখি (Rakhi Sawant)। তবে, এবার বেবিবাম্প নিয়ে উঠে এলেন সংবাদের শিরোনামে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে গ্রে রঙের টি-শার্ট ও জেগিংস পরে জিমের বাইরে দাঁড়িয়ে রাখি। বেবিবাম্প স্পষ্ট। রাখির সঙ্গে রয়েছেন তারই এক বন্ধু। যে কিনা রাখির সঙ্গেই জিম করেন। জিম থেকে বেরোতেই পাপরাজ্জিরা রাখিকে ঘিরে ধরেন। আর তারপরই রাখি বলেন যে ভগবান তার মাধ্যমে পৃথিবীতে কাউকে পাঠাতে চলেছেন। যে কিনা সব পাপ নিধন করে পৃথিবীকে পাপমুক্ত করবে। তারপরই রাখি এক পাপরাজ্জিকে প্রশ্ন করেন তারা পাপ করেছেন কিনা!
View this post on Instagram
এমনকি এরপর রাখির ওই পুরুষ বন্ধু বলেন তাহলে কি বাহুবলি আসতে চলেছে? এই কথায় রাখিও সায় দেয়। এসবের মাঝেই ওই বন্ধু রাখিকে বলেন তার বেবিবাম্প বেরিয়ে আসছে। আর তারপরই প্রকাশ্যে আসে আসল রহস্য। পেটের মধ্যে দুটি বেলুন নিয়ে ঘুরছিলেন রাখি। এই নকল বেবিবাম্প প্রকাশ্যে আসতেই রাখি তা ফাটাতে ব্যস্ত হয়ে পড়েন। তাহলে বুঝতেই পারছেন নিশ্চই রাখি (Rakhi Sawant) ঠিক কতটা ড্রামা কুইন।