Entertainment

Prosenjit Weds Rituparna: বিয়ে করছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা, ভ্যালেন্টাইন্স ডে-তে বড়সড় ঘোষণা বুম্বাদার!

নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের সেরা জুটি তাঁরা। বারবার তাঁদের একসঙ্গে অভিনয় দেখতে প্রেক্ষাগৃহে ছুটে গিয়েছেন বাঙালি জাতি। তাঁদের রোম্যান্স দেখলে মনেই হয় না তা অভিনয় বলে। অনস্ক্রিন জুটি কি তবে এবার অফস্ক্রিনেও। অন্তত অভিনেতা-অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তো সেই কথায় বলছে।

ভ্যালেন্টইন্স ডে-র দিন একেবারে সক্কাল সক্কাল বিয়ের আমন্ত্রণ জানিয়ে একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। এতদিন পর তিনি বুঝতে পারলে ঋতুপর্ণাই তাঁর জন্য পারফেক্ট! বিয়ে করছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা (Prosenjit-Rituparna)! আজ্ঞে অভিনেতার করা পোস্ট তো সেই কথায় বলছে। সেখানে পরিষ্কার লেখা রয়েছে প্রসেনজিৎ ওয়েড ঋতুপর্ণা (Prosenjit Wed Rituparna)।

চলুন জেনে নেওয়া যাক, আদতে বিষয়টা ঠিক কি। ঋতুপর্ণা (Rituparna Sengupta) ও প্রসেনজিতের বিয়ে হতে চলেছে। এটা একেবারেই সত্যি খবর। তবে সেটা অনস্ক্রিন। হ্যাঁ, দীর্ঘ ৬ বছর পর আবারও জুটি বাঁধতে চলেছেন নস্টালজিক জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। শেষ তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘প্রাক্তন’-এ।

অভিনেতার করা পোস্ট থেকেই জানা গেছে তাঁদের এই বিয়ের সমস্ত দায়িত্বে রয়েছেন সম্রাট শর্মী ও তাঁর টিম হাট্টিমাটিম। তার আগে তো ঘটকালি করতে হবে মশায়। সেই পোস্টে কে রয়েছেন জানেন? পল্লবী চট্টোপাধ্যায়। সেই পোস্টে একেবারে নির্দ্বিধায় সমস্ত তথ্য দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এমনকি কারও যদি বিয়ে সম্পর্কিত আরও কিছু তথ্য লাগে তাহলে তাঁরা যোগাযোগ করতে পারেন অভিনেতার ম্যানেজার মোহর এবং শর্মিষ্ঠার সঙ্গে। কিভাবে করবেন? ফোন নম্বরও তো দিয়েছেন বুম্বা দা।

 

View this post on Instagram

 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

তবে বিয়েটা ঠিক কবে হচ্ছে তা খোলসা করেননি প্রসেনজিৎ। আজ্ঞে হ্যাঁ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন ছবিটি ঠিক কবে শুরু হচ্ছে সে বিষয়ে এখনই তাঁরা মুখ খুলতে নারাজ। এমনকি ছবির বিষয়ও এখনই জানিয়ে দিতে চাইছেন না তাঁরা। তাই এখন অপেক্ষার দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই ভক্তদের কাছে।