×
Entertainment

Mithai: পুজোর পরেই কি শেষ হয়ে যাবে ‘মিঠাই’? যা জানালেন পরিচালক

জি বাংলার (Zee Bangla) পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛মিঠাই’ (Mithai)। কিন্তু কয়েক সপ্তাহ ধরে রীতিমতো তলানিতে গিয়ে ঠেকেছে ধারাবাহিকের জনপ্রিয়তা। আর সেসব দেখেই রীতিমতো কানাঘুষো শোনা যাচ্ছে যে, পুজোর পরই নাকি শেষ হয়ে যাবে মিঠাই ও উচ্ছেবাবুর কাহিনী। যদিও আগেও এমন কথা রটেছিল। কিন্তু এবারে কথাটা কতটা সত্যি সেটাই জানালেন পরিচালক মশাই। সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যম যোগাযোগ করেছে তার সঙ্গে। আর সেখানেই খোলামেলা জবাব দিয়েছেন পরিচালক।

Mithai: পুজোর পরেই কি শেষ হয়ে যাবে ‘মিঠাই'? যা জানালেন পরিচালক -

পরিচালক রাজেন্দ্র প্রসাদ (Rajendra Prasad) জানিয়েছেন যে, তিনি এব্যাপারে কিছুই জানেন না। তার কাছে কোনো অফিসিয়াল খবর নেই। চ্যানেলের তরফ থেকে যদি এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে সেটিও তার কাছে অজানাই বলে জানিয়েছেন। তার বক্তব্য আগেও টিআরপি কম থাকার সময় এমনই কথা উঠেছিল। তখনই তিনি একই কথা বলেছিলেন যে তার কিছু জানা নেই। আর এবারেও তার একই মত।

Mithai: পুজোর পরেই কি শেষ হয়ে যাবে ‘মিঠাই'? যা জানালেন পরিচালক -

তার কথা অনুযায়ী একটি ধারাবাহিক তার নিজের গতিতে চলতে থাকে। যেমন মানুষের জীবনে কখনও সুখ, কখনও দুঃখ মিলিয়ে মিশিয়ে থাকে তেমনই সিরিয়ালের ক্ষেত্রেও তাই। আর এই গতিকে রোধ করা কখনই সম্ভব নয়। কারোর জীবনই সবসময়ের জন্য সুখের হয়না। কয়েকজন লাকি মানুষ ছাড়া কেউই সবসময় সুখ ভোগ করতে পারে না। আর সেক্ষেত্রে এই সিরিয়ালকে জীবন ভাবলে সেখানেও উত্থান-পতন থাকবে।

Mithai: পুজোর পরেই কি শেষ হয়ে যাবে ‘মিঠাই'? যা জানালেন পরিচালক -

সবসময় একই রকমের হাসি, মজা চলতে থাকলে একঘেয়েমি লাগবে। এমনকি কোনো ইন্টারেস্ট খুঁজে পাওয়া যাবে না। গল্প গল্পের মতো আসে। সেটা কখনও কারোর পছন্দ হবে। আবার কখনও হবে না এটাই স্বাভাবিক। শুধুমাত্র টিআরপির কথা ভেবে সিরিয়াল তৈরি হয়না। আপাতত পরিচালকের কথা অনুযায়ী সিরিয়াল একেবারেই শেষ হচ্ছে না। আবারও নতুন করে গুজব রটেছে এই ধারাবাহিক নিয়ে।