Entertainment

Neel-Tiyasha: সুবান এখন অতীত! নীলের সঙ্গে নতুন করে প্রেম করছেন তিয়াশা?

বিয়ের সম্পর্কে গত বছরই টেনেছেন ইতি! তাহলে কি নতুন করে প্রেমে পড়েছেন কৃষ্ণকলি খ্যাত অভিনেত্রী তিয়াশা লেপচা? গুঞ্জন নেটপাড়ায়। বর্তমানে তাকে ‛বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে ইন্দিরা নামের চরিত্রে দেখা যাচ্ছে। একদিকে কেরিয়ার আর অন্যদিকে নিজের লাইফ এই দুই নিয়ে বেজায় ব্যস্ত তিনি। আর তার মধ্যেই মাঝেমধ্যে ঝড় তোলেন রিল ভিডিওতে। বর্তমানে টেলিপাড়ার জনপ্রিয় প্রথম সারির একজন নায়িকা হলেন তিয়াশা (Tiyasha Lepcha)।

একসময় জি বাংলার পর্দায় ‛কৃষ্ণকলি’ (Krishnakoli) ধারাবাহিক দিয়েই তার অভিনয় জীবনের হাতেখড়ি হয়েছিল। পর্দায় সহজ-সরল শ্যামবর্ণা এক গায়ের মেয়ের চরিত্রেই তার দেখা মিলেছিল। প্রথম সিরিয়াল দিয়েই তিনি করেছিলেন বাজিমাত। গোবরডাঙ্গার সাধারণ পরিবারের মেয়ে তিয়াশা। স্বামী সুবানের (Suban Roy) হাত ধরেই পা রেখেছিলেন গ্ল্যামার দুনিয়ায়।

তারপর নিজের অভিনয় দক্ষতার জোরেই জায়গা করে নেন টলিউডের (Tollywood) অন্দরে। এখন সুবানের চেয়েও তার জনপ্রিয়তা বেশি বলা যায়। যদিও স্বামীর সঙ্গে এখন আর কোনো সম্পর্ক নেই তারা। দুজনের সম্মিলিত মতে তারা হেঁটেছেন বিচ্ছেদের পথে। তবে, অন্যদিকে গুঞ্জন অভিনেতা নীল ভট্টাচার্যর সঙ্গে নাকি তিয়াশা (Tiyasha Lepcha) প্রেম করছেন। ওদিকে তৃনার সঙ্গেও নীলের সম্পর্কও ভাঙ্গনের পথে শোনা গিয়েছিল। কিন্তু পুরোটাই গুজব ছিল।

তবে, প্রেম নিয়ে তিয়াশা (Tiyasha Lepcha) এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে, তিনি এখন শুধুমাত্র কাজে মন দিতে চান। তার কাছে প্রেম নিয়ে ভাবার সময় নেই। আপাতত অভিনয়কে ধ্যানজ্ঞান করতে চান। এছাড়াও অভিনেত্রী মজা করে আরও বলেছেন যে, সবাইকে বলছি ভালো ছেলে খুঁজে দিতে কিন্তু কেউ দিচ্ছে না। ওদিকে সুবান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি বিশ্বাস করে ঠকেছিলেন। সবমিলিয়ে বর্তমানে তিয়াশার লাভ লাইভ এখন তুমুল চর্চায়।