Advertisement
Entertainment

চুপিসারে বিয়ে সেরে ফেললেন ‘মা’ সিরিয়ালের ঝিলিক!

Advertisement
Advertisements

বিয়ে করলে নাকি গো? বধূ বেশে তিথির ছবি দেখে প্রশ্ন নেটিজেনদের। সম্প্রতি তিথি নিজের ইন্সট্রাগ্রাম (Instragram) হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে বধূ বেশে  খাটে বসে থাকতে দেখা যাচ্ছে। আর সেই দেখেই একেরপর এক প্রশ্নে ভরে গিয়েছে অভিনেত্রীর কমেন্টবক্স। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। বাংলা সিরিয়ালপ্রেমী মানুষ সকলেই তাকে চেনেন।

 

View this post on Instagram

 

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)

Advertisements

একসময় স্টার জলসার (Star Jalsha) পর্দায় জনপ্রিয় ‛মা’ সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মনজয় করে নিয়েছিল তিথি। মূলত মা-মেয়ের একে অপরকে খোঁজার কাহিনী নিয়ে গড়ে উঠেছিল এই সিরিয়াল। মায়ের ভালোবাসা না পাওয়ার কষ্ট যে কি তা ছোট্ট ঝিলিক যেন রন্ধে রন্ধে বুঝিয়ে দিয়েছিল সকলকে তাঁর অভিনয়ের মধ্যে দিয়ে। আর এই সিরিয়ালই তাকে সাফল্য এনে দিয়েছে জীবনে।

Advertisements

দুই বাংলার মানুষের কাছেই বেশ জনপ্রিয় ছিল এই সিরিয়ালটি। আর তার চেয়েও বেশি জনপ্রিয় ছিল ছোট্ট ঝিলিক (Jhilik)। তবে, সেই ঝিলিক এখন যুবতী। সদ্য কলেজও পাশ করেছে। এমনকি বর্তমানে সে নিজের ইউটিউব চ্যানেল নিয়ে বেজায় ব্যস্ত। তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন ছবি ও রিল ভিডিওতে নজর কাড়েন সকলের। সম্প্রতি এবার তিথির বধূ বেশে ছবি দেখা গেল নেটমাধ্যমে।

 

View this post on Instagram

 

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)

যার ব্যাকগ্রাউন্ডে বাজছে ‛মায়াবন বিহারিণী’ গানটি। আর এই ছবি দেখে নেটিজেনদের মনে প্রশ্ন তাহলে কি এবার বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী। কেউ লিখেছেন ‛বিয়ে করলে নাকি গো?’। আবার এক ফুড ব্লগার লিখেছেন যে, ‛বিয়ে করে ফুলসজ্জাও হয়ে গেল’। যদিও তার উত্তরে তিথি লিখেছেন ‛কোনোটাই করার মতো লোক নেই দিদি’। আবার কেউ লিখেছেন ‛বিয়ে করে নিলে এখন আমার কি হবে?’।

চুপিসারে বিয়ে সেরে ফেললেন ‘মা' সিরিয়ালের ঝিলিক!

তাহলে বলে রাখি যে, আসলে এটি তিথির একটি সিরিয়ালের লুক ছিল। স্টার জলসার পর্দায় চলা সেই সিরিয়ালে তিথিকে দেখা গিয়েছিল এই বেশে। সম্প্রতি সেই ছবিই তিথি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আর যা দেখেই নেটিজেনদের মনে কৌতূহলের সূচনা