Ditipriya Roy: প্রেম করছেন দিতিপ্রিয়া! ফাঁস নায়িকার হোয়াটসঅ্যাপ চ্যাট

ফাঁস হল দিতিপ্রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট! গুঞ্জন নেটমাধ্যমে। বাংলা সিনে দুনিয়ার একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। সিরিয়াল বলুন বা সিনেমা অথবা ওয়েব সিরিজ সব জায়গাতেই তার সাফল্য আকাশছোঁয়া। বয়স নেহাত বেশি নয়। কিন্তু এই বয়সে তার সাফল্য দেখে ঈর্ষা হয় অনেকেরই। শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা রাখলেও রানী রাসমণি সিরিয়ালের ‛রানী মা’ হিসেবে বেশ পরিচিতি পেয়েছিলেন।
তবে, ধারাবাহিক শেষ হয়েছে বহু মাস হয়ে গিয়েছে। এই মুহূর্তে আর টেলিভিশন (Television) নয় তার পাখির চোখ বড় পর্দা। আর সেই কারণে তাকে নিত্য নতুন এক্সপেরিমেন্টাল লুকেও দেখা যায়। এই মুহূর্তে দাড়িয়ে সিনেমা, ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত দিতিপ্রিয়া। তবে, শুধু টলিউডই নয় বলিউডে পা রেখেছেন পর্দার রাণীমা। তবে, এসবের মাঝেই শোনা গেল অন্য গুঞ্জন। তার রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে এলো বড়সড় খবর।
শুধু কি তাই ফাঁস হল দিতিপ্রিয়ার (Ditipriya Roy) হোয়াটসঅ্যাপ চ্যাট! বরাবরই তার রিলেশনশিপ নিয়ে ভক্তদের মধ্যে আলাদা রকমের উত্তেজনা রয়েছে। একটা সময় সহ অভিনেতা বিশ্ব বসুর সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানান কথা এসেছিল সামনে। যদিও দুজনেই তাতে বিরক্ত হয়েছিলেন। তারা জানিয়েছিলেন তারা একে অপরের ভালো বন্ধু। তবে, এবার কার সঙ্গে সম্পর্কে জড়ালেন অভিনেত্রী তাই ভাবছেন নিশ্চই? তিনি হলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)।
View this post on Instagram
তাহলে কি এবার দিতিপ্রিয়া-অর্জুন (Ditipriya-Arjun) জড়ালেন পরকীয়ার সম্পর্কে? আরে না মশাই তেমনটা একেবারে নয়। আসলে তাদের আগামী ওয়েবসিরিজ ‛রাজনীতি’। যেখানে দিতিপ্রিয়ার চরিত্রের নাম রাশি। এই ওয়েবসিরিজে দিতিপ্রিয়ার বাবার চরিত্রে অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলি। রাজনৈতিক পরিবারের সন্তান রাশি পরিবারের প্রথা মেনেই নামেন রাজনীতিতে। কিন্তু তারপরই সামনে আসে তার সম্পর্কের কথা।
View this post on Instagram
আর এই ওয়েবসিরিজের প্রমোশনের জন্যই দিতিপ্রিয়া সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভয়েস মেসেজ শেয়ার করেছেন। যেখানে রাশি ও তার প্রেমিকের কথোপকথন ধরা পড়েছে। কিন্তু আগামী দিনে তাদের ভবিষ্যৎ কি? আগামী ২৬ মে মিলবে সেই খবর। এর আগেও ‛ডাকঘর’ ওয়েব সিরিজে কাজ করেছেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)। সেখানেও তার অভিনয় যথেষ্ঠ প্রশংসিত হয়েছিল।