Advertisement
Entertainment

চুপিসারে বিয়ে সেরে ফেললেন পবনদ্বীপ-অরুনিতা!

Advertisement
Advertisements

তাহলে কি এবার চুপিসারে বিয়ে সারলেন অরুনিতা ও পবনদ্বীপ (Arunita-Pawandeep)! মুহূর্তে ভাইরাল ছবি। গানের জগতের উজ্জ্বলতর দুটি নক্ষত্র হলেন অরুনিতা কাঞ্জিলাল ও পবনদ্বীপ রাজন। ‛ইন্ডিয়ান আইডল’-য়ের (Indian Idol) মঞ্চ থেকেই তাদের পরিচিতি পাওয়ার শুরু। দুজনের অনবদ্য গান মনজয় করে নিয়েছে আপামর বাঙালির। তাদের সুরেলা কন্ঠ এতটাই মধুর যে, তাদের প্রশংসা যত করা হবে ততই কম পড়বে।

চুপিসারে বিয়ে সেরে ফেললেন পবনদ্বীপ-অরুনিতা!

Advertisements

গানের মঞ্চ থেকে তাদের যেমন সুরেলা কণ্ঠের পরিচিতি বেড়েছে তেমনই রটেছে তাদের মধ্যে প্রণয়ের সম্পর্কের কথা। যদিও দুজনের কেউই কাউকে বিশেষ বন্ধুর তকমা দেননি। বরং তারা প্রতিবারই একেঅপরকে নিজেদের ভালো বন্ধু বলে দাবি করেছেন। যদিও ভক্তরা সেকথা মানতে নারাজ। এমনকি অনেকেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠার অপেক্ষায় আছেন।

Advertisements

চুপিসারে বিয়ে সেরে ফেললেন পবনদ্বীপ-অরুনিতা!

আসলে তাদের জুটি এতটাই ফেমাস যে, অনুরাগীরাও তাদের বিচ্ছেদ চাইছেন না। এমনকি দুজনকে একইসঙ্গে মিউজিক ভিডিও সহ বিদেশে বহু শো করতে দেখা যায়। ফাইনালে উনিশ-বিশের ফারাকে পবনদ্বীপের হাতে জয়ের ট্রফি উঠলেও প্রথম রানার্স আপ অরুনিতার গান কিন্তু মনে দাগ কেটেছে সকলেরই। তবে, এসবের মাঝেই সম্প্রতি অরুনিতা ও পবনদ্বীপের একটি ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যা দেখে অবাক সকলেই।

চুপিসারে বিয়ে সেরে ফেললেন পবনদ্বীপ-অরুনিতা!

ভাইরাল ওই ছবিতে অরুনিতা ও পবনদ্বীপকে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যাচ্ছে। কিন্তু অরুনিতার মাথায় সিঁদুর ও কপালে টিপ দেখা যাচ্ছে। আর তার থেকেই অনুরাগীদের অনুমান তাহলে কি এরা চুপিসারে বিয়ে সারলেন? তাহলে বলে রাখি যে, তারা বিয়ে করেননি। আসলে আজকালকার দিনে ছবিকে বিভিন্নভাবে এডিট করা যায়। আর এটাও এডিটেরই কারসাজি।

 

View this post on Instagram

 

A post shared by Arunita Kanjilal (@arunitakunjilal)

‛অরুনিতাকাঞ্জিলাল’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে ছবিটি ভাইরাল হয়েছে। ওই পেজের ভিতরে চোখ রাখলে আরও নানান ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আর সেখানেও অরুনিতা ও পবনদ্বীপের এডিট করা ছবি আছে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল তাদের এই ছবি।