EntertainmentVideoViral Video

Virat-Anushka: মালদ্বীপ থেকে ফিরেই হাসপাতালে অনুষ্কা শর্মা, ফের বিরাটের সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী!

Advertisement

Anushka Sharma মলদ্বীপ থেকে ফিরেই হাসপাতালে ছুটলেন অনুষ্কা! তাহলে কি ফের নতুন সদস্য আসতে চলেছে বিরুষ্কার জীবনে? এই প্রশ্নেই এখন টালমাটাল গোটা নেট দুনিয়া। সম্প্রতি বিদেশ সফর শেষ করে মুম্বাইয়ের কালিনা এয়ারপোর্টে লেন্সবন্দী হয়েছিলেন তারকা দম্পতি। সঙ্গে ছিল ছোট্ট ভামিকা। এয়ারপোর্টে বেশ হাসিমুখেই ধরা দিয়েছিলেন তারা। তবে, দেশে ফিরতে না ফিরতেই ডাক্তারের কাছে ছুটলেন বিরাট পত্নী। আর তাতেই কানাঘুষো শুরু।

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)

বিশেষ করে বিরাটের হাসি মুখ দেখেই মানুষজন আরও বেশি উত্তেজিত হয়ে পড়েন। আর একের পর এক মন্তব্য ছুড়ে দেন। কেউ লেখেন ভামিকার নতুন সঙ্গী আসছে নাকি? আবার কেউ লেখেন তবে কি শীগ্রই নতুন সুখবর আসছে? তবে, বলে রাখি যে এসব কিছুই নয়। মা হচ্ছেন না অনুষ্কা। আপাতত নতুন ছবি ও ভামিকার দায়িত্ব সামলাতেই ব্যস্ত অভিনেত্রী। আসলে অনুষ্কার আগামী ছবি ‛চাকদাহ এক্সপ্রেস’ (Chakda Express)।

Virat-Anushka: মালদ্বীপ থেকে ফিরেই হাসপাতালে অনুষ্কা শর্মা, ফের বিরাটের সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী!

যেখানে ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনুষ্কাকে। চরিত্রটি যে বেশ চ্যালেঞ্জিং তা বুঝতে পারছেন নিশ্চই? বিশেষ করে খেলাধূলার সঙ্গে অনুষ্কার শারীরিক ও মানসিকভাবে কোনো যোগসূত্র নেই। আর তাই মাথার ঘাম পায়ে ফেলে ট্রেনিং করছেন অভিনেত্রী। এককথায় বলা চলে রুপোলি পর্দার ঝুলন হয়ে উঠতে কোনো রকমেরই খামতি রাখছেন না অনুষ্কা। আর সেই কারণেই এক মনোবিদের সঙ্গে দেখা করতেই মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে পৌঁছেছিলেন অনুষ্কা।