Entertainment

Aishwarya Rai Bachchan: দ্বিতীয়বার মা হতে চলেছেন ঐশ্বর্য রাই! ভাইরাল ছবি ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায়

এমনিতেই তারকাদের নিয়ে সাধারণ মানুষের মনে উৎসাহের সীমা নেই। আর যদি প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই (Aishwarya Rai Bachchan)-কে নিয়ে কোনো কিছু ছড়ায় তাহলে তো আর দেখতে নেই। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। সম্প্রতি ঐশ্বর্য রাইয়ের ফের মা হওয়ার গুঞ্জনে সরগরম নেট দুনিয়া।

ঐশ্বর্যর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজেনদের সন্দেহ যে, বচ্চন বধূ দ্বিতীয়বার মা হতে চলেছেন। আসলে স্ত্রী ঐশ্বর্য ও কন্যা আরাধ্যাকে নিয়ে নাইট আউটে বেড়িয়েছিলেন অভিষেক। এদিন ঢিলেঢালা পোশাকে ধরা দিয়েছিলেন ঐশ্বর্য। সেই দেখেই নেটিজেনদের সন্দেহ হয়।

এদিন ঐশ্বর্য পরেছিলেন স্ট্রাইপ শার্ট ও আকাশি রঙের ডেনিম প্যান্ট। আরাধ্যার পরনে ছিল নীল রঙের টপ ও আকাশি ডেনিম প্যান্ট। অভিষেক (Abhishek Bachchan) পরেছিলেন সাদা রঙের হুডি ও প্যান্ট। সবার মুখেই ছিল মাস্ক। এদিন তারা তিনজনই একেবারে ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছিলেন। আরাধ্যার হাত ধরে ছিলেন ঐশ্বর্য।

প্রসঙ্গত, ২০০৭ সালে অমিতাভ পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঐশ্বর্য। এরপর ২০১১ সালের ২৬ নভেম্বর তাদের কোল আলো করে আসে প্রথম সন্তান আরাধ্যা বচ্চন (Aradhya Bachchan)। এরপর এতগুলি বছর কেটে গেলেও এখনও দ্বিতীয় সন্তান নেননি ঐশ্বর্য। তবে, বহুবার ঐশ্বর্যর দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার খবর ছড়িয়েছে। এখন দেখা যাক সম্প্রতি ভাইরাল হওয়া ছবি দেখে মানুষের যে ধারণা তা সত্য নাকি কেবলই জল্পনা।