Entertainment

Suban Roy: একি অবস্থা সুবানের! সম্পর্কের টানপোড়েনে বদ্ধ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা?

অভিনেতা সুবান রায় (Suban Roy) ও অভিনেত্রী তিয়াশা রায় (Tiyasha Roy) ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে সম্পর্কের দিন বাড়তে না বাড়তেই তাদের মধ্যে বিবাদের গন্ধ পাওয়া যায়। যে কারণে তাঁরা দুজনে আলাদাও থাকছেন বলেই খবর। তবে, নিজেদের কাজে ব্যক্তিগত জীবনের প্রভাব পড়তে দেননি সুবান বা তিয়াশা কেউই। কাজ নিয়ে এখন ভীষন ব্যস্ত অভিনেতা সুবান। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়াতে (Social Media) নিজের একটি ভয়ঙ্কর ফটো শেয়ার করলেন।

 

ফটোতে দেখা যাচ্ছে, ছেঁড়া-ফাটা, মলিন পোশাক পরে রাস্তার পাশের একটি বেঞ্চে বসে আছেন সুবান। তার গা-হাত-পা সম্পূর্ণ নোংরা, দাঁতও ভাঙা। হঠাৎ একি হলো অভিনেতার? সম্পর্কের টানাপোড়েনের জেরেই কি এমন অবস্থায় চলে গেলেন সুবান? চলুন আসল ব্যাপারটা জানা যাক।

 

View this post on Instagram

 

A post shared by suban (@subanroy)

সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া অভিনেতা সাক্ষাৎকারে জানালেন যে – ‘সম্পর্কের শিকে ছিরতেই নেপালগঞ্জের এক রাস্তায় আমাকে পাওয়া গেল। মানসিক ভারসাম্যহীন অবস্থায়’। তবে অল্প চুপ থেকেই অভিনেতা বলেন ‘এটা কিন্তু অবশ্যই একটি সিরিয়ালের জন্য’। ‘দেবী’ (Debi) ধারাবাহিকে ‘রাজু’ নামের একটি চরিত্রে অভিনয় করছেন সুবান। সান বাংলা (Sun Bangla) চ্যানেলের জনপ্রিয় এই সিরিয়ালেই এবার দেখা যাবে মানসিক ভারসাম্যহীন রাজুর চরিত্রটিকে।

অভিনেতার কাছে চরিত্র সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাওয়া হলে তিনি বলেছেন – ‘সম্পূর্ণ বদ্ধ উন্মাদ একটি মানুষ এই রাজু। সারাদিন পথে-ঘাটে ঘুরে বেড়ায় ও কারোর কথা পাত্তা দেয় না। শব্দ একদম পছন্দ করে না। তবে একমাত্র তার ভাইয়ের বউয়ের কথা তিনি শোনেন। সেই ভাইয়ের বউ অনেক চেষ্টা করে তাকে বাড়িতে ফিরিয়ে এনেছে’।

সুবান কিভাবে এই বেশ কঠিন রোলটির জন্য নিজেকে তৈরি করেছেন? এই প্রশ্নের উত্তরে অভিনেতা জানিয়েছেন – ‘রাস্তায় পাগলদের দেখতাম। তারা নিজেরাই বিড়বিড় করে কথা বলে। তাদের সম্পূর্ণ হাবভাব লক্ষ্য করেছি। তার থেকেও বড়ো আমার নিজের পরিবারেই একজন স্কিৎজোফ্রেনিক (মানসিক ভারসাম্যহীন রোগীদের বলে) রোগী ছিল। যে কারণে তাকে দেখেই এমন একটা চরিত্র করতে আমার অনেকদিন থেকেই ইচ্ছা ছিল।

অন্যদিকে, সুবানকে তার বৈবাহিক জীবন ও তিয়াশার সম্পর্কে জিজ্ঞেস করা হলে সেই বিষয়ে তিনি বলেছেন – ‘তিন বছর ধরে :কৃষ্ণকলি’ ধারাবাহিকে শ্যামার ভূমিকায় অভিনয় করেছে। এবার নিজের ভূমিকাতে দেখা যাবে ওকে। এটা খুব দারুন একটা খবর। তার জন্য তিয়াশাকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো। উল্লেখ্য, তিয়াশাকে নন-ফিকশন শো ‘রান্নাঘর’-এ বিশেষ পর্ব সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে।

নিজেদের রিলেশনশিপ স্টেটাস কি তা জানতে চাওয়া হয়েছিল সুবানের কাছে। সেটা নিয়ে তিনি জানিয়েছেন- ‘বিচ্ছিন্ন হইনি। যেমন আলাদা ছিলাম তেমনই আছি। আমরা দুজনেই দুজনের মতো করে জীবন কাটাচ্ছি’। অনুরাগীরা সবসময় চান তাদের সম্পর্ক যেন আবার আগের মতোই হয়ে ওঠে।