পরনে নামমাত্র পোশাক, বোল্ড লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন আমির কন্যা ইরা খান
বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা হলেন আমির খান। অভিনেতার পাশাপাশি তিনি একজন প্রযোজক, পরিচালক, চিত্রনাট্য লেখক, টেলিভিশন উপস্থাপকও বটে। তাঁর পুরো নাম মোহাম্মদ আমির হোসেন খান। তিনি অভিনয় দিয়েই সকল দর্শকদের মন জয় করে নিয়েছেন। তিনি ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
বর্তমানে আমির খানের মেয়ে ইরা খান লোনাভোলার বাগান বাড়িতে সময় কাটাচ্ছেন। আর সেখান থেকেই একের পর এক ছবি শেয়ার করেছেন আমির তনয়া। কখনও সুইমিং পুলে হলুদ রঙের বিকিনির সঙ্গে কালো হট প্যান্ট পরে ছবি কখনও আবার বাথটবে শুয়ে বই পড়তে পড়তে ছবি এই সব ফটোই একের পর এক আপলোড করছেন সোশ্যাল মিডিয়ায়। আর ছবি গুলি পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হচ্ছে ঝড়ের গতিতে।
সম্প্রতি আমির খানের মেয়ে তাঁর বাবারই ফিটনেস কোচ নুপুর শিখরের সঙ্গে সম্পর্কে জড়ান। নুপুরের আগেও নিশাল কৃপালিনির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ইরা। তাঁর সঙ্গে বিচ্ছেদের পরই নুপুরের সঙ্গে সম্পর্কে জড়ান ইরা। তবে, ইরা খান এ ব্যাপারে মুখ না খুললেও সূত্রের খবর ইরা নাকি নুপুরের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে মা কেও জানিয়েছেন। এছাড়া নুপুরের ইন্সট্রাগ্রাম প্রোফাইল ঘটলেই তাঁদের দুজনের সম্পর্কে অভ্যাস পাওয়া যায়। সম্প্রতি ইরার এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।