মিমির ঠোঁটে ঠোঁট রেখে লিপ কিস জিতের, নেটদুনিয়ায় তুমুল ভাইরাল ভিডিও
টলিউডের একজন নামকরা অভিনেতা হলেন জিৎ। তার প্রচুর ফ্যান রয়েছে। অন্যদিকে টলিউডের নামকরা অভিনেত্রী হল মিমি চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি মিমি চক্রবর্তী রাজনীতিতেও অংশগ্রহণ করেন। সম্প্রতি জানা গেছে তাদের একটি নতুন সিনেমা মুক্তি পেতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় মিমি চক্রবর্তী এবং জিতের একটি নতুন রুপ ধরা পড়েছে। তাদের অনস্ক্রিন চুম্বন এর পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
জানা গেছে যে চলতি বছরে তাদের এই ছবি মুক্তি পেত। ছবিটির নাম হল বাজি। ছবিটি পুজোর কাছাকাছি সময়ে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে লকডাউন পড়ে যাওয়ায় ছবিটি সম্পূর্ণ শুটিং করা সম্ভব হয়নি। মার্চ মাসের শেষের দিকেই সমস্ত শুটিং বন্ধ করে দেওয়া হয়। সেই কারণেই জিৎ এবং মিমি চক্রবর্তী লন্ডন থেকে ফিরে আসে।
তবে অপেক্ষা শেষ করে ছবিটির 1 মিনিটের টিজার বৃহস্পতিবার রিলিজ হয়েছে। সিনেমাটির পরিচালক আয়ুষ্মান প্রত্যুষ।
যে এক মিনিটের টিজার রিলিজ করা হয়েছে সেখানে ঠোঁটে ঠোঁট রেখে সাহসী চুম্বনের পাশাপাশি রয়েছে নজর কেড়ে নেওয়া অ্যাকশন। শুধু এটুকুই নয় একটি গানের ঝলকও রয়েছে। গানটির নাম আয় না কাছে রে।
ছবিতে আরও অনেক বিখ্যাত অভিনেতা অভিনয় করেছেন। যেমন বিশ্বনাথ বসু, দেবদূত ঘোষ, সব্যসাচী চক্রবর্তী, অভিষেক চট্টোপাধ্যায়। এনারা ছাড়াও আরো অনেক অভিনেতা ও অভিনেত্রী এই সিনেমায় রয়েছে। তবে এই সিনেমা কবে রিলিজ করা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। সকলেই এই সিনেমা মুক্তি পাওয়ার আশায় রয়েছে।