‘অভিনয়ের পিছনে ছুটতে গিয়ে মা হতে পারিনি’, ব্যক্তিগত জীবন নিয়ে আক্ষেপ ইন্দ্রানীর

‛আমি সারা জীবন এত কাজের পিছনে ছুটলাম যে, মা-ই হতে পারলাম না’! এক রিয়েলিটি শোয়ের মঞ্চে এসে অকপট অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Halder)। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। ৩৭ বছর ধরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন। ‛তেরো পার্বন’ সিরিয়াল দিয়ে প্রথম পা রেখেছিলেন অভিনয় জগতে। তারপর বাংলা সিনেমায় একেরপর এক ছবিতে কাজ করেছেন।
এমনকি মুম্বাইয়ের মাটিতেও দেখিয়েছেন নিজের অভিনয় দক্ষতা। কিন্তু তারপরেও তার মনে রয়ে গেছে অনেক কষ্ট। আর তা মা হওয়া নিয়ে। ‛অপুর সংসার’ নামক একটি টক শোয়ের মঞ্চে এসে জানিয়েছিলেন সেই কথা। সালটা ২০১৭। বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় টক শো গুলির মধ্যে একটি ছিল এই ‛অপুর সংসার’। অভিনেতা শ্বাশত চ্যাটার্জির (Swswata Chatterjee) পরিচালনায় এই শো অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল।
আর অপুর এই শোতে সাধারণ মানুষ নয় বরং দেখা মিলতো একেরপর এক সেলিব্রেটির। আর তেমনই একটি পর্বে হাজির হয়েছিলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। আর সেখানেই নানান কথার প্রসঙ্গে অভিনেত্রী জানান তার জীবনের একটি দিকের কথা। বলেন যে, ‛আমার এই আক্ষেপটাই রয়ে গেল আমি আমার স্বামীকে বাবা হওয়ার সুখ দিতে পারলাম না’। এমনকি অভিনেত্রী আরও বলেন যে, ‛আমি সারা জীবন এত কাজের পিছনে ছুটলাম যে, মা-ই হতে পারলাম না। সন্তানের জন্ম দেওয়া হল না’।
আর এই বিষয়ে ইন্দ্রানীর স্বামী ভাস্কর রায় নাকি বলেন ‛সারা জীবন অন্যদের জন্য ভেবে গেলে’। তবে, ইন্দ্রানী জানান একটা সময় তারা চেয়েছিলেন বাচ্চা নিতে। কিন্তু তখন অভিনেত্রীর বয়স চল্লিশের কোঠায় পৌঁছে গিয়েছিল। আর তারপর তারা আর চেষ্টা করেননি বলেই জানান। মা হওয়ার আক্ষেপটা তার সারাজীবন থেকে যাবে বলেই অভিনেত্রীর কথা। তবে, কাজের জায়গায় তিনি চুটিয়ে কাজ করছেন। সিরিয়াল বলুন বা সিনেমা সব জায়গাতেই তিনি সাফল্য পেয়েছেন।