×
EntertainmentVideoViral Video

Indrani Halder: হোটেলের রুমে জোর করে জামা খুলতে চেয়েছিল প্রোডিউসার! বিস্ফোরক ইন্দ্রানী হালদার

কেরিয়ারের শুরুতে প্রযোজকের লালসার শিকার হয়েছিলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Halder)। নিজের মুখেই জানালেন সেকথা। বর্তমান সময়ে দাঁড়িয়ে কাস্টিং কাউচ ও মি টু শব্দের সঙ্গে সকলেই পরিচিত। ২০১৮ সাল থেকেই এই নিয়ে সরব হয়েছেন হলিউড থেকে বলিউডের শিল্পীরা। তবে, জানেন কি একটাসময় এই কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার ওরফে সকলের প্রিয় মামনি দি। বাংলা চলচ্চিত্র তথা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার। পঞ্চাশের কোঠা পেরিয়ে গেলেও এখনও তিনি দাপটের সঙ্গে কাজ করে চলেছেন।

Indrani Halder: হোটেলের রুমে জোর করে জামা খুলতে চেয়েছিল প্রোডিউসার! বিস্ফোরক ইন্দ্রানী হালদার -

তবে, শুধু বাংলাই নয় বেশ কয়েকটি হিন্দি সিনেমাতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। আর সেই সিনেমা করতে গিয়েই প্রযোজকের কুনজর পড়েছিল অভিনেত্রীর দিকে। তখন ইন্দ্রানী (Indrani Halder) সদ্য কুড়ির কোঠায় পা দিয়েছেন। তার রূপে মজে সকলেই। আর তারই ফায়দা তুলতে চেয়েছিলেন ওই প্রযোজক। সম্প্রতি ‛উন্মেষ’ নামের একটি অনুষ্ঠানে গিয়ে নিজের জীবনের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেত্রী।

Indrani Halder: হোটেলের রুমে জোর করে জামা খুলতে চেয়েছিল প্রোডিউসার! বিস্ফোরক ইন্দ্রানী হালদার -

ইন্দ্রানী (Indrani Halder) বলেছেন যে কেরিয়ারের প্রথমদিকে যখন তার ২০ বছর বয়স ছিল তখন একটি হিন্দি ছবির কারণে বোম্বে গিয়েছিলেন। তার প্লেনের টিকিট সকালে কাটা হলেও তার বাবার টিকিট বিকেলে কাটা হয়েছিল। এমনকি সেখানে পৌঁছানোর পর তাকে কোনো নামি দামি হোটেলে রাখা হয়নি। বরং একটি সাধারণ হোটেলে রাখা হয়েছিল। আর সেই নিয়ে বেশ সন্দেহও জেগেছিল মনে। আর তারপরই ফোন আসে প্রযোজক নাকি তার সঙ্গে দেখা করতে আসছেন।

Indrani Halder: হোটেলের রুমে জোর করে জামা খুলতে চেয়েছিল প্রোডিউসার! বিস্ফোরক ইন্দ্রানী হালদার -

এরপরই প্রযোজক রুমে এসে তাকে খারাপ প্রস্তাব দেন। বিষয়টিতে ইন্দ্রানী ঘাবড়ে গেলেও স্পষ্টই জানান যে ‛এভাবে আমি কাজ পাইনি। আর পেতেও চাইনা। এটা করবেন না প্লিজ’। যদিও ইন্দ্রানীর কথার পাল্টা জবাব দিয়ে ওই পরিচালক নাকি বলেছিলেন ‛তুমি বাঙালি হিরোইন। তোমাকে আমি বলিউডের অনেক বড় হিরোইন তৈরি করবো। অনেক নামি দামি হিরোইনরা আমার পায়ের নিচে থাকে’। তবে, প্রযোজকের এই কথায় একেবারেই দমে জানানি ইন্দ্রানী।

Indrani Halder: হোটেলের রুমে জোর করে জামা খুলতে চেয়েছিল প্রোডিউসার! বিস্ফোরক ইন্দ্রানী হালদার -

বরং এক কথায় জানিয়েছিলেন হতে পারে বড় হিরোইনরা আপনার পায়ের তলায় থাকে। আমাকে ডেকে এনে কাজ দিয়েছেন। আমি কোনো রকম কম্প্রোমাইজ করবো না। যদিও নাছোড়বান্দা ওই প্রযোজক তখন নিজের জামাকাপড় খুলতে থাকেন। আর ইন্দ্রানীও (Indrani Halder) মনে মনে ভগবানকে ডাকতে থাকেন তাকে রক্ষা করার জন্য। আর সেই মুহূর্তেই প্রযোজকের ফোনে একটি ফোন আসে। যেটি করেছিলেন তার স্ত্রী।

Indrani Halder: হোটেলের রুমে জোর করে জামা খুলতে চেয়েছিল প্রোডিউসার! বিস্ফোরক ইন্দ্রানী হালদার -

এরপরই নামি ওই প্রযোজক ইন্দ্রানীকে আঙুলের ইশারায় চুপ থাকতে বলেছিলেন। যদিও ইন্দ্রানী (Indrani Halder) চুপ না থেকে দৌড়ে গিয়ে দরজা খোলেন। এমনকি জোরে জোরে কাশতে থাকেন। যার ফলে ওই প্রযোজককে তার স্ত্রীকে বলতেই হয় তিনি কোথায় আছেন। তারপরই উপায় না পেয়ে হোটেলের রুম থেকে বেরিয়ে যান প্রযোজক। আর বলে যান যে – ‛তোমার কিচ্ছু হবে না। তুমি একদম বেকার’। যদিও এত বড় ঘটনাটি সকলের সঙ্গে ইন্দ্রানী শেয়ার করে নিলেও ওই প্রযোজকে নাম কিন্তু বলেননি।

ইন্দ্রানীর (Indrani Halder) কথা ওদিন প্রযোজকের বলা ওই কথাই তার মনোবল বাড়িয়ে দিয়েছিল। প্রযোজকের নাম নেননি কেননা তিনি আর বেঁচে নেই। যদিও পরে ওই প্রযোজকের সঙ্গে ইন্দ্রানীর যতবারই দেখা হয়েছে ওই প্রযোজক আর কখনও তার দিকে চোখ তুলে তাকাননি বলেই জানিয়েছেন ইন্দ্রানী। সম্প্রতি সকলের প্রিয় মামনি দির জীবনের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাই প্রকাশ্যে এসেছে।