কোরিয়ান ব্যান্ড BTS-কে পিছনে ফেলে বিশ্বরেকর্ড অলকার, ২০২২-এ সবথেকে বেশি বার শোনা হয়েছে এই গায়িকার গান

তিনি হলেন ‛কুইন অফ প্লে ব্যাক সিংগিং’। মাত্র ৬ বছর বয়সে তিনি অল ইন্ডিয়া রেডিওতে গান গেয়ে নিজের কেরিয়ার শুরু করেন। কার কথা বলছি বলুন তো? তিনি হলেন গানের জগতের রানী অলকা ইয়াগণিক (Alka Yagnik)। তাকে নিয়ে যত বলা হবে ততই যেন কম হবে। তার গলার সুর আট থেকে আশি সকলেরই প্রিয়। সম্প্রতি এবার তার মুকুটে জুড়লো নতুন পালক। বিটিএস-কে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন গায়িকা।
প্রায় তিন দশক ধরে ভারতীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত অলকা। একেরপর এক সুপারহিট গান উপহার দিয়েছেন দর্শকদের। আর এবার অলকা সহ তার ভক্তদের জন্য এলো সুখবর। ২০২২ সালের ‛মোস্ট স্ট্রিমড অ্যাক্ট অন ইউটিউব’ খেতাব পেয়েছেন অলকা। ৫৬ বছর বয়সী এই গায়িকা আজও কতটা জনপ্রিয় তার গানের খাতিরে তার প্রমান মিললো আরও একবার।
গিনেজ ওয়ার্ল্ডের দেওয়া রেকর্ড অনুযায়ী গত বছর অলকার গান বেজেছিল ১৫.৩ বিলিয়ন বার অর্থাৎ প্রতিদিন গড়ে ৪২ মিলিয়ন বার। আর সেই জায়গায় দাঁড়িয়ে বিটিএসের (BTS) গান বেজেছে ৭.৯৫ মিলিয়ন বার। গত তিনবছর ধরে এই রেকর্ড ধরে রেখেছেন অলকা। ২০২০ সালে তাঁর গান বেজেছিল ১৬.৬ বিনিয়ন বার। ২০২১ সালে ১৭ বিলিয়ন। অলকাকে বলিউডের আইকনিক কন্ঠ বলা হয়।
কলকাতায় জন্মগ্রহণ করা অলকা মাত্র ১০ বছর বয়সে মায়ের হাত ধরে পা রাখেন মুম্বাইতে। এখনও পর্যন্ত ২০ হাজারের বেশি গান রেকডিং করেছেন অলকা। অলকা ছাড়াও সেরা পাঁচের তালিকায় রয়েছে আরও তিনজন ভারতীয়র নাম। তারা হলেন উদিত নারায়ণ (Udit Narayan), অরিজিৎ সিং (Arijit Singh) ও কুমার শানু (Kumar Sanu)। উদিত জির গান বেজেছে ১০.৮ বিলিয়ন বার। অরিজিতের গান বেজেছে ১০.৭ বিলিয়ন বার। আর কুমার শানুর গান বেজেছে ৯.০৯ বিলিয়ন বার। একটা সময় কুমার শানুর সঙ্গে জুটি বেঁধে বহু হিট গান উপহার দিয়েছেন অলকা।