বনগাঁর মেয়ে থেকে মুম্বাইয়ের জনপ্রিয় গায়িকা, পোশাক-আদবকায়দা দেখে অরুনিতাকে চিনতে পারছেন না নেটিজেনরা

Arunita Kanjilal: একেই বলে ভোলবদল। বনগাঁ থেকে বলিউড সফর। কার কথা বলছি বুজতে পারছেন না নিশ্চই? তিনি হলেন অরুনিতা কাঞ্জিলাল (Arunita Kanjilal)। ‛ইন্ডিয়ান আইডল ১২’ র (Indian Idol 12) সুবাদে এখন তার জগৎজোড়া খ্যাতি। তার গলায় যেন স্বয়ং সরস্বতীর বাস। যদিও প্রতিযোগিতার মঞ্চে ‘চ্যাম্পিয়ন’র ট্রফি তার হাতে ওঠেনি। দ্বিতীয় স্থান নিয়েই তাকে খুশি থাকতে হয়েছে। কিন্তু তাতে কি তার গান দিয়ে তিনি জয় করে নিয়েছেন অগণিত মানুষের মন।
View this post on Instagram
বর্তমানে অরুনিতাকে (Arunita Kanjilal) ‛সুপারস্টার সিঙ্গার ২’ (Super Singer 2) র মঞ্চে ক্যাপ্টেন হিসেবে দেখা যাচ্ছে। তবে, বনগাঁর গলি থেকে মুম্বাইয়ের রাজপথে পায়ের তলায় মাটি শক্ত করা কিন্তু মোটেই সহজ ছিল না। কিন্তু কেবল নিজের ট্যালেন্টের জোরেই আজ বি টাউনের পরিচিত মুখ হয়ে উঠেছেন অরুনিতা। আর এই ঝলমলে রুপোলি শোবিজ দুনিয়ায় এসে নিজেকেও পুরোপুরি পাল্টে ফেলেছেন গায়িকা অরুনিতা। যদিও তিনি রয়েছেন মাটির কাছাকাছি।
View this post on Instagram
কিন্তু অরুনিতার (Arunita Kanjilal) স্ট্রাগল পিরিয়ডের ছবি ও এখনকার ছবির মধ্যে আকাশ পাতালের তফাৎ। তার ছবি দেখলে রীতিমতো ঝড় ওঠে পুরুষ ভক্তদের হৃদয়ে। শাড়ি পরতে খুবই ভালোবাসেন অরুনিতা। আর তাই মাঝে মধ্যে তাকে শাড়িতে দেখা যায়। পাশাপাশি ওয়েস্টার্ন পোশাকেও বেশ মানায় তাকে। কখনও রেড গাউনে আবার কখনও ক্রপ টপ ও জিন্সে নজর কাড়েন বনগাঁর অরুনিতা।
View this post on Instagram
তবে, এ তো গেল তার স্ট্রাগল জীবন থেকে সাজ পোশাকের কথা। কমবয়সী এই গায়িকা অরুনিতার (Arunita Kanjilal) প্রেমে হাজার পুরুষ পাগল হলেও তার মনের মানুষ কে সেটা জানেন কি? যদিও এই নিয়ে সঠিক কোনো তথ্য নেই কারোর কাছেই। কিন্তু ‛ইন্ডিয়ান আইডল ১২’ র প্রতিযোগী তথা চ্যাম্পিয়ন পবনদীপ রাজনের সঙ্গে তার প্রেমের চর্চা সবক্ষেত্রেই শোনা যায়। যদিও নিজেদেরকে ভালো বন্ধু বলেই দাবি করেছেন অরুনিতা।
View this post on Instagram
কিন্তু আদতে তাদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের নাকি ভিতরে ভিতরে তারা একে অপরের প্রতি কমিটেড তা বলবে সময়ই। আপাতত নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত বঙ্গতনয়া অরুনিতা (Arunita Kanjilal)।