‘ক্যারিয়ারের খারাপ সময়ে খিটখিটে হয়ে গেছিলাম, আনুষ্কার সাথেও খারাপ ব্যবহার করতাম’: বিরাট কোহলি

ক্রিকেটের ইতিহাসে এক অন্যতম প্রতিভা বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাট হাতে ২২ গজে থাকলে বিপক্ষ কে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে মানুষ মাত্রই যে খারাপ সময়ের সম্মুখীন হয় সবারই জানা। চড়াই উৎরাই দিয়েই তৈরী হয়েছে মনুষ্য জীবন। ঠিক যেমনটা হয়েছে বিরাট কোহলির জন্য মাঝের তিন বছর। ভারতীয় জার্সি থেকে আইপিএল ব্যাট হাতে সব কিছুতেই ডাহা ফেল করেছেন তিনি। টানা প্রায় ১ হাজার ২৫ দিন সেঞ্চুরি পাননি কোহলি। তবে এবার সেই সময় নিয়ে মুখ খুললেন খোদ বিরাট কোহলি।
সম্প্রতি ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাবদের সাথে এক কথোপকথন হয় বিরাটের। যেখানে ভালো খেলতে না পারার সময় অনুষ্কা ও পরিবারের সাথে বাজে ও খিটখিটে ব্যবহার করছিলেন যা তাঁর নিজেরও মনে পড়েছে। এই প্রথম ব্যক্তিগত জীবন, সংসার, দাম্পত্য নিয়ে মুখ খুললেন খোদ বিরাট। সূর্যকুমার তাঁকে প্রশ্ন করেন, “গত দু’বছর ধরে মাঠে রান পাচ্ছিলেন না, কিন্তু সেই সময় নিজেকে সামলেছিলেন কীভাবে?”
বিরাট বলেন, “যখন কেউ নিয়মিত ক্রিকেট খেলছে কিন্তু কোনোবার সফলতা আসছে না তখনই আসল সমস্যা শুরু হয়। জীবনে কিন্তু ভালো কিছু করলে কোনো সমস্যা নেই। আমারো ঠিক তেমনই হয়েছিল। দিনের পর দিন পরিবার ও অনুষ্কার সাথে খারাপ ব্যবহার করছিলাম। খিটখিটে হয়ে গেছিলাম তাঁর সাথেই মানসিক বিপর্যস্ত”।
বিরাট বলেছেন অনুষ্কা সবসময়ই আমাকে সাপোর্ট করেছেন। তবে সেই সময় খুব খারাপ পরিস্থিতি তৈরী হয়েছিল। এমনকি বিরাটের বাজে খেলার জন্য তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন প্রচুর মানুষ। তবে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকেই তিনি আবারো তাঁর সিংহাসন ফিরে পেয়েছে যার ফলে ‘কিং কোহলি’ ধ্বনি আবার বাতাসে ভাসছে।