Entertainment

বাড়ির ভাড়াটে মহিলার সঙ্গে ঘনিষ্ঠ বাড়ির মালকিন, লজ্জার সীমা ছাড়িয়েছে এই ওয়েব সিরিজ

Advertisement

Love Next Door web series on ULLU: নিশ্চয়ই ভাবছেন কোন ওয়েব সিরিজ দেখবেন। এতো সিরিজ ও সিনেমার ভিড়ে আসল কনটেন্ট চোখ এড়িয়ে যায় নিশ্চয়ই। দেখবেন নাকি উল্লুর সবথেকে উষ্ণতায় পূর্ণ একটি ওয়েব সিরিজ। কি লজ্জা পেলেন! অ্যাডাল্ট সিরিজ নিশ্চয়ই আপনার পছন্দের। উল্লু (Ullu) অ্যাপের বিভিন্ন ওয়েবসিরিজ এর আগে দেখেছেন নিশ্চয়ই। এবারও দুর্দান্ত একটা ওয়েব সিরিজের বিষয় নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র আপনার জন্য।

সিরিজের নাম – লাভ নেক্সট ডোর (Love Next Door)

Love Next Door Web Series Cast –

  • মুখ্য চরিত্রে অভিনয় করবেন অঙ্কিত ভারদ্বাজ (Ankit Bhardwaj) ও অনামিকা কাদম্ব (Anamika Kadam)।

More about Love Next Door web series on ULLU:

  • সিরিজে একটি পরিবারকে দেখানো হয়েছে। যারা একটি নতুন জায়গায় ভাড়া এসেছে। ঐ বাড়ির যিনি মালকিন সে পাশেই থাকতেন। সে দেখেন প্রায় প্রতিদিন নতুন ভাড়া বাড়িতে স্বামীটি তাঁর স্ত্রীকে নির্যাতন করতেন। ব্যাস মালকিন ও বাড়ির সেই ভাড়াটে মহিলা কাছাকাছি আসতে থাকে। শুরু হয় তাদের মধ্যে এক নতুন সম্পর্ক। কি হবে সমাজের সামনে এই সম্পর্ক জানাজানি হলে? তার জন্য পুরো সিরিজটি দেখতে হবে আপনাকে।

Love Next Door web series on ULLU trailer:

ওয়েব সিরিজ দেখার পদ্ধতি –

  • প্লে স্টোর থেকে আপনার ফোনে উল্লু অ্যাপ ডাউনলোড করুন। তারপরে নির্দিষ্ট সময়ের জন্য টাকার বদলে সাবস্ক্রিপশন নিন ও পছন্দের মতো ওয়েব সিরিজ উপভোগ করুন।