Entertainment

ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর Ullu-র এই ওয়েব সিরিজ, ঘরের দরজা লাগিয়ে একা দেখুন

Advertisement
Advertisements

Ullu Web Series: উল্লু (Ullu) অ্যাপের সব কটি সিরিজ সম্পর্কে আলাদাভাবে আর কিছু বলার নেই। রোমান্স ও ঘাম ঝরানো থাকে সবদিক থেকে। তবে এবার এক সিরিজের সম্পর্কে আপনাদের জানাবো যা সবথেকে ঘাম ঝরানো। এমন এক পর্ব সামনে এসেছে যা সবার থেকে আলাদা। সেই কারণে অবশ্যই আপনাকে আজ সেই সিরিজ দেখতেই হবে। অ্যাডাল্ট  এই সিরিজ গুলি সম্পর্কে আপনাদের বরাবরই ঝোঁক আছে। তবে কথা না বাড়িয়ে আজকের সিরিজটি দেখে নিন।

সিরিজের নাম – খিড়কি পার্ট ২ (Khidki Part 2)

রিলিজ ডেট – ২০২৩ সালের ৩ রা মার্চ এই সিরিজ রিলিজ হয়েছিল।

কাস্ট – মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়শ্রী গাইকোয়াড, নেহা গুপ্তা, রুকস খানদাগলে।

সিরিজের গল্প – প্রথম অংশে একটি ছেলেকে দেখানো হয়েছিল। সাথেই ছিল রিয়া বলে একটি মেয়ে। রিয়া তার শিক্ষক অনিরুদ্ধের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এবং তারপরে অনিরুদ্ধের স্ত্রী তাদের ভিডিও তৈরি করে। কিন্তু সেই মহিলা তার স্বামীকে ছেড়ে তার বসের প্রেমে পড়ে যায়। দ্বিতীয় পর্বে সম্পূর্ণরূপে খিডকির প্রথম পর্বের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। প্রত্যেকে মানুষ একে অপরের খিড়কিতে উঁকি দিচ্ছে। তারপর ভিডিও তৈরি করে তাদের ব্ল্যাকমেইল করছে। তবে কি হবে তাদের জীবনে? তার জন্য অবশ্যই দেখুন পুরো সিরিজ।

কিভাবে দেখবেন – আপনার স্মার্ট ফোনটিতে উল্লু অ্যাপ ডাউনলোড (Download) করুন। তারপরে নির্দিষ্ট সময়ের জন্য ও নির্দিষ্ট টাকা খরচ করে সাবস্ক্রিপশন (Subscription) নিন। ব্যাস তারপর উল্লু অ্যাপে যে কোনো সিরিজ আপনি উপভোগ করতে পারবেন।