Entertainment

দীপা সূর্যের ভালোবাসায়, খড়কুটোর মতো ভেসে গেল মিশকা! জানুন আসল ব্যাপারটা

Advertisement

দীপা-সূর্যর (Surya-Mishka) ভালোবাসার কাছে অবশেষে খড়কুটোর মতো ভেসে গেল মিশকা। আগামী দিনে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) ধারাবাহিকে এমনটাই দেখানো হবে। প্রকাশ্যে ধারাবাহিকের নতুন ভিডিও (Video) ক্লিপ। দর্শকরা যা চেয়েছে তা বোধহয় এবার সত্যি সত্যি পূরণ হওয়ার সময় চলে এসেছে। দীর্ঘদিন ধরে প্রথমস্থান দখল করেছিল এই সিরিয়াল। তবে, চলতি সপ্তাহে এসে খানিকটা নম্বর কমেছে এই ধারাবাহিকের।

আর তারফলে দ্বিতীয় স্থানে এসে পৌঁছেছে এই সিরিয়াল। তবে, তাই বলে জনপ্রিয়তা কমেনি এতটুকু। সকলেই উদগ্রীব কবে মিশকার (Mishka) শয়তানি ধরা পড়বে। আর আবারও এক হবে সূর্য-দীপা (Surya-Dipa)। তবে, এবার মিশকার শয়তানি ধরা না পড়লেও এক হল সূর্য-দীপা। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন নিশ্চই যে, কোর্ট রায় দিয়েছে ৬ মাসের জন্য সূর্য-দীপাকে একসঙ্গে থাকার।

আর সেই মতো সূর্যর ইচ্ছে না থাকা সত্ত্বেও সে বর্তমানে দীপার (Dipa) বাড়িতে থাকছে। কিন্তু কোনোভাবেই দীপার সঙ্গে ভালো ব্যবহার করেনা। ওদিকে দীপা মনে মনে ভেবে নিয়েছিল এবার সূর্য আসলে তাকে ভালোবাসা দিয়ে তার কাছে বেধে রাখবে। তাদের সম্পর্কটা ঠিক করে নেবে। ওদিকে সূর্য এবাড়িতে আসার পর থেকেই তার সবকিছুতে অসুবিধা হতে থাকে। কেননা তার বাড়ির মতো সুযোগ সুবিধা দীপার বাড়িতে নেই।

ওদিকে দীপা সূর্যর (Dipa-Surya) যাতে কোনো কিছুতে অসুবিধা না হয় তার দিকে সবসময় খেয়াল রাখে। আর সেইজন্য সবসময় সূর্যর চোখের সামনে থাকে। সূর্য কিভাবে একটু ভালো থাকবে সেই চেষ্টাই করে দীপা। আর এসব কিছুতে সূর্য মাঝে মাঝে বিরক্ত হলেও আবার তার বেশ ভালো লাগে। কেননা সেতো আজও দীপাকে ভালোবাসে। এরপর সূর্য অসুস্থ হয়ে পড়লে দীপা তার সেবা করে। আর তারপর তার পাশেই ঘুমিয়ে যায়। এরপর দুজনকে দুজনকে জড়িয়ে ধরে।

ওদিকে সূর্যর (Surya) সঙ্গে মিশকা (Mishka) দেখা করতে এলে এমন একটি দৃশ্য দেখে অবাক হয়ে যায়। তাহলে কি অবশেষে মিশকার ষড়যন্ত্রের জাল ছিঁড়ে দীপার ভালোবাসার কাছে ফিরতে পারবে সূর্য? দীপা-সূর্যর (Dipa-Surya) ভালোবাসার কাছে অবশেষে খড়কুটোর মতো ভেসে যাবে কি মিশকা এখন তারই অপেক্ষায় ভক্তরা। যদিও প্রকাশ্যে আসা এই ভিডিও (Video) ক্লিপটি কোনো চ্যানেলের অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি।

আসলে এটি ‛Tolly Jolsha’ নামের একটি ইউটিউব চ্যানেলের (Youtube Channel) তরফ থেকে শেয়ার করা হয়েছে। এখন শুধু অপেক্ষার পালা আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে।