পয়সার লোভে বউকে পরপুরুষের হাতে তুলে দিল স্রোত! নিজের সম্মান বাঁচাতে ‘রনং দেহী’ রুপ সাজির, রইলো ভিডিও

অবশেষে প্রকাশ্যে এসেছে স্রোতের (Shrot) আসল রূপ। স্রোত যে কতটা জগন্য ও নিচ মানসিকতার মানুষ তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে সাজি (Saji)। সম্প্রতি এরই মাঝে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের কিছু ভিডিও (Video) ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে যে বৌকে দেখিয়ে পয়সা রোজগারের ধান্ধায় নেমেছে স্রোত। সাজির শত কাকুতি-মিনুতি সত্ত্বেও স্রোত সাজিকে একা ঘরে পরপুরুষদের কাছে ছেড়ে চলে যায়।
View this post on Instagram
এরপরই একজন সাজির হাত ধরে তার উপর জোর করতে থাকে। কোনরকমে সাজি (Saji) তাঁকে ঠেলে ফেলে দেয়। তারপরই সে নিজের সম্মান রক্ষার্থে নিজেই রুখে দাঁড়ায়। দা নিয়ে একবারে রণচন্ডী রূপে তেড়ে ফুঁড়ে আসে সকলের দিকে। সাজির কথা সে মরে যাবে, তাও তাকে একফোঁটাও অসম্মান করতে কাউকে দেবে না। এমনকি সে এও বলে যে দরকার হলে সে জেলে যাবে কিন্তু তাঁদের মেরে যাবে।
View this post on Instagram
সাজির (Saji) এই ভয়ংকর রূপ দেখে একপ্রকার ভয়ে সিটিয়ে যায় সেই পিশাচগুলো। এমনকি সাজিকে অসম্মান করা তো দূর কিভাবে নিজেরা প্রাণে বাঁচবে তাই ভাবতে থাকে। সাজির এই রুখে দাঁড়ানোতে তাঁরা যে বেশ ভয় পায় তা তাঁদের চোখেমুখে বেশ স্পষ্ট। সম্প্রতি সিরিয়ালের এই ভিডিও (Video) ক্লিপই প্রকাশ্যে এসেছে। স্টার জলসার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‘খড়কুটো’। যদিও টিআরপি তালিকায় দীর্ঘদিন ফল ভালো করতে পারেনি এই ধারাবাহিক।
এমনকি প্রাইম টাইমেও দেখা মেলে না এই সিরিয়ালের। বরং দুপুরের স্লটে দেখা যায় এই ধারাবাহিক। তা সত্ত্বেও বহু দর্শকদের কাছে এখনও পছন্দের তালিকায় রয়েছে এই ধারাবাহিক। সম্প্রতি সাজি ও স্রোতের এই সম্পর্কের টানাপোড়েনেই জমে উঠেছে সিরিয়ালের পর্ব।