Entertainment

আজ থেকে দুই মেয়েকে নিয়ে এই বাড়িতেই থাকব, মিশকাকে জব্দ করতে কঠিন সিদ্ধান্ত দীপার! জানুন আসল ব্যাপারটা

Advertisement

দুই মেয়েকে নিয়ে সূর্যর বাড়িতে থাকার সিদ্ধান্ত নিল দীপা! মিশকাকে শিক্ষা দিতে এবার মাঠে নামলো দীপা। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন নিশ্চই লাবণ্য সেন বাড়িতে অন্নপূর্ণা পুজোর আয়োজন করেছে। আর তাই সোনা ও সূর্য মিলে রুপাকে নিয়ে আসে তাদের বাড়িতে। আর ওদিকে দীপা ডাক্তারের কাছ থেকে জানতে পারে তার জীবনের চরম একটি সত্যি কথা। আর তা হল একটি নয় সেদিন দুটি যমজ সন্তানের জন্ম দিয়েছিল সে।

আর সেকথা জানা মাত্রই সে ছুটে আসে সূর্যর কাছে। সূর্যকে সবকথা বলতে চাইলেও পুজোর আওয়াজে কিছুই শুনতে পারেনা সূর্য। তারপরই দীপা সেনগুপ্ত বাড়িতে ঢুকে দেখে মিশকাকে। আর ভাবে ডাক্তারবাবু বেশ ভালোই আছে। এরপরই দীপা সেখান থেকে চলে যেতে চাইলে জয় তাকে থাকতে বলে। কিন্তু দীপা জানায় মিশকা অনেকদিন আগেই তার জায়গাটা নিয়ে নিয়েছে।

যদিও জয় জানিয়ে দেয় তার জায়গা কেউ নেয়নি। আর নেবেই বা কি করে মিশকা তো দাদাভাইয়ের বান্ধবী। দাদাভাই আজও তোমাকেই ভালোবাসে। তখনই সোনার পরিচয় জানতে চায় দীপা। জয় তখন তাকে সবকিছু খুলে বলে। এরপর আর দীপার বুঝতে অসুবিধা হয়না সোনা আসলে কে। এমনকি উর্মির সাধের অনুষ্ঠানে দীপা লাবণ্য সেনকে প্রশ্ন করে সোনার আসল পরিচয় কি তাই নিয়ে। যদিও সেখানে সূর্য থাকায় লাবণ্য সেন বলতে পারেনা।

কিন্তু পরে দীপার রাগের মুখে সূর্যর মা সবটা দীপাকে খুলে বলে। এমনকি বোঝায় সে কেন এমনটা করেছে। আর তারপরই দীপা বলে সে আর তার জায়গা কাউকে ছাড়বে না। এরপরই সূর্যকে জানায় সে তার দুই মেয়েকে নিয়ে এই বাড়িতেই থাকবে। এমনকি এও বলে যে, সে আর কিছুতেই তার জায়গা অন্য কাউকে দেবে না। তাহলে কি এভাবেই সূর্য-দীপার জীবন আবারও এক হয়ে যাবে? আসন্ন ভিডিও ক্লিপটি তারই ইঙ্গিত দিচ্ছে।

তবে, এই ভিডিও ক্লিপটি কোনো অফিসিয়াল পেজের তরফ থেকে প্রকাশ করা হয়নি। এটি একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। তাই এই আদেও ঘটবে নাকি সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। এখন শুধু দেখার পালা আগামী দিনে ‛অনুরাগের ছোঁয়া’ কোনদিকে মোড় নেয়।