Entertainment

Hero Alom: আমাকে মেডেল দেওয়া উচিত: হিরো আলম

Advertisement
Advertisements

আমাকে ও শাকিব আল হাসানকে (Shakib Al Hasan) মেডেল দেওয়া উচিত! দাবি হিরো আলমের। সম্প্রতি দুবাই থেকে বাংলাদেশ ফিরে এমনটাই জানিয়েছেন হিরো আলম। বাংলাদেশের একজন অভিনেতা, মিউজিক ভিডিওর (Music Video) মডেল তথা কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার হলেন হিরো আলম (Hero Alom)। মাঝেমধ্যেই সোশ্যাল সাইটে কোনো না কোনো বিষয় নিয়ে তাঁকে ভাইরাল হতেও দেখা যায়।

Hero Alom: আমাকে মেডেল দেওয়া উচিত: হিরো আলম

কিছুদিন আগে ‛পুষ্পা’ (Pushpa) সিনেমার ‘Srivalli’ গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছিলেন হিরো আলম। আর সেই গান শুনে স্বভাবতই হাসির রোল উঠেছিল নেট মাধ্যমে। এমনকি বেসুরো রবীন্দ্রসংগীত গেয়ে তিনি নেটজনতার কটাক্ষের শিকারও হয়েছেন। আর এবার তাকে ও শাকিব আল হাসানকে মেডেল দেওয়া উচিত বলেই তিনি মত প্রকাশ করেছেন।

Hero Alom: আমাকে মেডেল দেওয়া উচিত: হিরো আলম

কিন্তু হঠাৎ কেন তার এমন মনে হল সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে, ‛আমাকে ও শাকিব আল হাসানকে মেডেল দেওয়া উচিত, পুরস্কৃত করা উচিত। কারণ আমরা যদি অনুষ্ঠানে না যেতাম তাহলে কে আসামী পুলিশ তার সন্ধান পেত না। আমাদের জন্যই আসামীর সন্ধান পাওয়া গিয়েছে’। তবে এর পাশাপাশি হিরো আলম আরও বলেছেন যে, যতক্ষণ না আরভ খানকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, ততক্ষণ তাঁকে দোষী বলা যায় না।

Hero Alom: আমাকে মেডেল দেওয়া উচিত: হিরো আলম

কিন্তু যে আরভ খান বাংলাদেশের পুলিশ কর্তা খুনের অভিযোগে অভিযুক্ত তার অনুষ্ঠানে কেন হিরো আলম ও শাকিব আল হাসান গেলেন সেই প্রশ্নও ওঠে। আর এ বিষয়ে হিরো আলম জানিয়েছেন যে, ‛আমাদের কেউ বাধা দেয় নি। পুলিশের তরফে আমাদের আগে থেকে যদি জানানো হতো আরভ অভিযুক্ত তাহলে যেতাম না। আমাদের পুলিশ জানায় নি, বিমানবন্দরে বাধা দেওয়াও দেয়নি। এটা পুলিশের ভুল ছিল। আসলে পুলিশ নিজেও জানত না আরভ অভিযুক্ত, শিল্পীদের কেউই জানত না। আমরা ওঁর অনুষ্ঠানে দুবাইতে যাওয়ার পর বিষয়টা সামনে এসেছে’। সম্প্রতি এই ঘটনাই প্রকাশ্যে এসেছে।