Entertainment

Ullu-র এই ওয়েব সিরিজে রয়েছে ভরপুর বেডসীন, ভুলেও পরিবারের সামনে ক্লিক করবেন না (VIDEO)

আই লাভ ইউ(I Love You) সিরিজ দেখেছেন। কি লজ্জা পেলেন নাকি। সিনেমার থেকে ওয়েব সিরিজ বর্তমানে মানুষের সবথেকে বেশি পছন্দের। সিনেমা হলের থেকে ঘরে বসে সিরিজ দেখা বেশি মজার দর্শকদের কাছে। অবসর হলেই পছন্দের এপিসোডে চোখ বুলিয়ে নেওয়া যায়। তবে একইভাবে কি অ্যাডাল্ট ওয়েব সিরিজ গুলি প্রতিদিন দেখেন নিশ্চয়ই। তাই তো অ্যাডাল্ট এই সিরিজ গুলির প্রতিদিন বাড়ন্ত হচ্ছে কয়েক গুন। আজ তেমনই আরও একটি উষ্ণতায় পরিপূর্ণ সিরিজ নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য।

Web Series Name – আই লাভ ইউ (I Love You)

Cast – মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নেহা গুপ্তা (Neha Gupta), নীতা শর্মা (Neeta Sharma), পুনাম রাজপূত (Poonam Rajput)

Streaming Platform – উল্লু (Ullu) অ্যাপ

Series Story – আকাশ এবং সুরাজ দুজনে বেস্ট ফ্রেন্ড। তবে তাদের জীবনে চলে আসে একটি মেয়ে নাতাশা। আকাশ এবং সুরজ উভয়েই তার প্রতি অনুভূতি তৈরি করে। তবে সুরাজ কিছুতেই নাতাশাকে নিজের মনের কথা বলতে পারে না। যার ফলে সেই সুযোগে আকাশ, নাতাশাকে নিজের মনের কথা বলে দেয় ও তারা সম্পর্কে জড়ায়। হতাশায় ঢুকে যায় সুরাজ। কিন্তু একসময়  আকাশের বোন প্রভা সুরাজের হৃদয় কেড়ে নেয়। সম্পর্কের এই জটিল জালটি কতদূর গড়াবে তা বুঝতে পারবেন পুরো ওয়েব সিরিজটি দেখলে।

Release Date – গত ৩ রা জানুয়ারি ২০২৩ সালে এই সিরিজটি রিলিজ করতে চলেছে।

No Of Episodes : উক্ত ওয়েব সিরিজে ২ টি এপিসোড দেখতে পাওয়া গেছে।

Languages – মোট ৬ টি ভাষায় এই ওয়েব সিরিজটি রিলিজ করা হয়েছে।

Subscription: উল্লু অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন। তাই অতি অবশ্যই ডাউনলোড করা হলে সাবস্ক্রিপশন নিয়ে নিন।