‘তোমাকে বউ হিসেবে মানতে পারবো না’! রঞ্জাকে পরিস্কার জানিয়ে দিল পোখরাজ, নয়া চমক ‘এক্কা দোক্কা’য়

ফের একবার ভুল বোঝাবুঝির মুখোমুখি রাধিকা-পোখরাজ! তাহলে কি এবার সারাজীবনের মতো বিচ্ছেদ হতে চলেছে তাদের? গত বছরের মাঝামাঝি সময় থেকে টিভির পর্দায় এসেছে নতুন ধারাবাহিক ‛এক্কা দোক্কা’। দুই ডাক্তারি পড়া শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছিল এই সিরিয়াল। আর এই ধারাবাহিকে হাত ধরে নতুন একটি জুটি উঠে এসেছে পর্দায়।
ধারাবাহিকে রাধিকার চরিত্রে অভিনয় করছেন ‛মোহর’ খ্যাত সোনামনি সাহা (Sonamoni Saha)। অন্যদিকে ‛পোখরাজ’-র চরিত্রে অভিনয় করছেন ‛শ্রীময়ী’ খ্যাত সপ্তর্ষি মৌলিক। (Saptarshi Moulik)। প্রথমদিকে দুজনের আধায়-কাঁচকলায় সম্পর্ক থাকলেও পরে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে তারা একে অপরকে বিয়ে করে। কিন্তু শেষমেশ সেই সম্পর্ক টেকেনি। এমনকি তাদের ডির্ভোসও হয়ে গিয়েছে।
তবে, তারপরেও পোখরাজ সবকিছু মিটিয়ে রাধিকার সঙ্গে থাকতে চেয়েছিল। কিন্তু রাধিকা তাতে রাজি হয়নি। এরপর পোখরাজের গায়েব হয়ে যাওয়া নিয়ে রাধিকার দিকে আঙ্গুল তুলেছিল পোখরাজের বাড়ির লোক। এমনকি রাধিকাকে থানায় অবধি টেনে নিয়ে গিয়েছিল। তবে, এসবের মাঝেই একেবারে অন্যদিকে ঘুরে গিয়েছে ধারাবাহিকের গল্প। আর যা দেখে চক্ষু ছানাবড়া নেটিজেনদের।
চাপে পড়ে হলেও ফের একবার বিয়ের পিঁড়িতে বসেছে পোখরাজ। রঞ্জা নামের একটি মেয়েকে সে বিয়েও করেছে। আর সেই নিয়েও আবারও একবার নতুন করে ভুল বোঝাবুঝি হয়েছে রাধিকা-পোখরাজের মধ্যে। ওদিকে বুবলু রাধিকার হয়ে পোখরাজের সঙ্গে কথা বলতে গেলে তাদের একে অপরের মধ্যেও নানান কথা নিয়ে তর্ক বিতর্ক লাগে। ঘর ছেড়ে বেরিয়ে যায় বুবলু। এরপর রঞ্জাকে পরিস্কার করে পোখরাজ জানিয়ে দেয় যে সে তাকে বউ হিসেবে মানতে পারবে না। এদিকে আবার ডঃ অনির্বাণ গুহ রাধিকাকে বোঝানোর চেষ্টা করে পোখরাজ এই বিয়েটা অভিমানের বশেই করেছে। এখন শুধু দেখার পালা আগামী দিনে কোনদিকে মোড় নিতে চলেছে পোখরাজ-রাধিকা- ডঃ অনির্বাণর সম্পর্ক।