অপেক্ষার অবসান! আমিই খড়ি, ঋদ্ধিকে জানাল ঈশা, নতুন এপিসোড দেখে খুশিতে ডগমগ ভক্তরা

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের মঞ্চে আবারও মিলে গেল খড়ি-ঋদ্ধি। স্টার জলসার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল‛গাঁটছড়া’ (Gantchhora)। বর্তমানে টিআরপি তালিকায় সেভাবে জায়গা করতে না পারলেও মা-ঠাকুমাদের পছন্দের তালিকায় রয়েছে এই ধারাবাহিক। সিরিয়ালে খড়ি ভট্টাচার্য বাড়ির মেজ মেয়ে হলেও সে এই গল্পের প্রধান চরিত্র। তার অভিনয়ে মুগ্ধ সকলেই।
যেভাবে চরিত্রটিকে টিভির পর্দায় ফুটিয়ে তুলেছে তা সত্যিই অনবদ্য। এছাড়াও তার বিপরীতে রয়েছে গৌরব চ্যাটার্জি (Gourab Chatterjee)। বছর ২ ধরে টিভির পর্দায় বেশ সফলতার সঙ্গেই রাজত্ব করে আসছে এই সিরিয়াল। তবে, মুখ্য চরিত্রের পাশাপাশি বাকি অন্যান্য সদস্যরাও বেশ ভালোই মনজয় করেছেন ভক্তদের। বেশ কিছুদিন ধরে একেরপর এক চমক চলছে সিরিয়ালের পর্দায়।
ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, খড়ির ফিরে এসেছে ঈশা নামে। কিন্তু সে স্মৃতি হারিয়েছে। আর তাই এতদিন শত্রু পক্ষরা তাকে সিংহ রায়দের বিরুদ্ধেই কাজে লাগিয়েছে। আর এসবের মাঝেই একদিকে ঋদ্ধি-তানি আর অন্যদিকে মৈনাক-খড়ির বিয়ের দিন এসে উপস্থিত হয়। ক্রুজের মধ্যেই তাদের বিয়ের আসর বসে। আর বিয়ের দিনই কোনোভাবে ভালো মায়ের ফোন ঈশার হাতে চলে আসে। আর তারপরই ঈশা জানতে পারে যে সেই আসলে খড়ি।
আর তারপরই ঋদ্ধিকে নিয়ে খড়ি সেই জায়গা থেকে পালিয়ে যায়। নিজেকে খড়ি নামেই ধরা দেয় ঋদ্ধির কাছে। বহুদিন পর আবারও খড়ি-ঋদ্ধিকে একসঙ্গে দেখে মুগ্ধ নেটিজেনরা। সম্প্রতি সিরিয়ালের এই ভিডিও ক্লিপ ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।