‘আমিও ভালোবাসতে চাই, প্রেমে পড়তে চাই’: দেবচন্দ্রিমা সিংহ রায়

ভালো কাজ করার খিদে থাকলে স্ট্রাগেল সারাজীবন চলবে। এক সাক্ষাৎকারে অকপট অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায় (Debchandrima Singha Roy)। ‛সাঁঝের বাতি’-র চারুর চরিত্রে অভিনয় করে মনজয় করেছিলেন সকলের। এরপর আবারও স্টার জলসারই পর্দায় ‛সাহেবের চিঠি’ নামের একটি ধারাবাহিকে চিঠি চরিত্রে তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল।
View this post on Instagram
চারুর মতো চিঠির চরিত্রেও তার অভিনয় সকলেরই মনজয় করে নিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এক্টিভ এই অভিনেত্রী ঘুরতে যেতে খুব ভালোবাসেন। আর তাইতো ছুটি পেয়ে আবার কখনও কাজের ফাঁকেই ঘুরতে বেরিয়ে যান। আর সেখান থেকেই ছবি পোস্ট করে নজর কাড়েন নেটিজেনদের। শুধু তাই নয় মাঝেমধ্যেই রিল ভিডিও (Video) শেয়ার করেন।
View this post on Instagram
সম্প্রতি ‛Tolly Time’-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের জীবন নিয়ে খোলামেলা কথা বলেন। দেবচন্দ্রিমা বলেন যে, তিনি শখের বশে রান্না করেন। কিন্তু তার রান্না করতে একদম ভালো লাগে না। এমনকি এদিন নিজের ছোটবেলার প্রেম নিয়ে খোলামেলা কথা বলেন। অষ্টম শ্রেণীতে পড়াকালীন নাকি কেউ একজন তাদের বেলকনিতে চিঠি রেখে দিয়েছিল। এমনকি একবার একটা ছেলের দিকে তাকিয়ে হাসার জন্য কাকার কাছে চড়ও খেয়েছিলেন।
দেবচন্দ্রিমা চান তার জীবনে প্রেম আসুক তিনিও চান ভালোবাসতে। কিন্ত তেমন কাউকে পাননি। এমনকি তিনি ধুমধাম করে বিয়ে করতে চান বলেও জানিয়েছেন। সম্প্রতি দেবচন্দ্রিমার এই সাক্ষাৎকরই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।