Entertainment

হৃত্বিক থেকে অজয়, এই ১০ তারকার ‘ওভার অ্যাক্টিং’ দেখে চরম বিরক্ত হয়েছিলেন দর্শকরা

বলিউড মানেই একের পর এক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সম্ভার। কিন্তু জানেন কি তার মাঝেও এমন কিছু অভিনেতা-অভিনেত্রী আছেন যাদের ওভার অ্যাক্টিং রীতিমতো বিরক্ত করছে ভক্তদের। আজ সেই কারণেই তারা উঠে এসেছেন সংবাদের শিরোনামে। চলুন তবে দেখে নেওয়া যাক তারা কারা-

১.শাহরুখ খান (Shah Rukh Khan) : বলিউডের বাদশা হলেন শাহরুখ খান। বর্তমানে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। ১৯৯৮ সালে ‛ডুপলিকেট’ সিনেমায় শাহরুখের অভিনয় দেখে বিরক্ত হয়েছিলেন ভক্তরা। দর্শকদের দাবি ছিল অভিনেতা এই সিনেমায় ওভার অ্যাক্টিং করেছেন।

২.হৃত্বিক রোশন (Hrithik Roshan) : শাহরুখের মতো বলিউডের প্রথম সারির আরেকজন অভিনেতা হলেন হৃত্বিক রোশন। অভিনয়ের পাশাপাশি তার নাচে মুগ্ধ সকলেই। তবে, ম্যায় প্রেম কি দিওয়ানি হু ছবিতে তার ওভার অ্যাক্টিং-এ খানিকটা বিরক্তই হয়েছিলেন দর্শকেরা।

৩.অজয় দেবগন (Ajay Devgn) : অ্যাকশন হোক বা কমেডি অথবা ড্রামা, সব ধারার ছবিতেই তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে, ‛হিম্মতওয়ালা’ ছবিতে তার অভিনয় দর্শকদের মনে একেবারেই দাগ কাটতে পারেনি। অনেকের মতে তিনি এই সিনেমায় ওভার অ্যাক্টিং করেছেন।

৪.করিনা কাপুর (kareena kapoor) : বলিউডের জনপ্রিয় প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন হলেন করিনা কাপুর। ‛ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ সিনেমায় তার ওভার অ্যাক্টিংয়ে রীতিমতো বিরক্ত হয়েছিলেন ভক্তরা।

৫.ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : ফারহা খান পরিচালিত ‛তিস মার খান’ ছবিতে ওভার অ্যাক্টিংয়ের কারণে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন নায়িকা। তার ওভার অ্যাক্টিংয়ে অনেকেই বিরক্ত হয়েছিলেন।

৬.জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) : ‛মিসেস সিরিয়াল কিলার’ সিনেমায় জ্যাকলিন ফার্নান্ডেজের অভিনয় দেখে অনেকেই বলেছেন তিনি ওভার অ্যাক্টিং করেছেন।

৭.অনন্যা পান্ডে (Ananya Pandey) : বর্তমানে তিনি জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। কিন্তু কোনোদিনই তার অভিনয় দর্শক মহলে সাড়া ফেলতে পারেননি। ‛স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবিতে তার অভিনয় দেখে অনেকেই বলেছেন তিনি ওভার অ্যাক্টিং করেছেন।

৮.টুইঙ্কেল খান্না (Twinkle Khanna) : রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ে হওয়া সত্ত্বেও হিসেবে সেভাবে নাম করতে পারেননি টুইঙ্কেল খান্না। তার একাধিক ছবি ফ্লপও হয়েছে। তবে, তার ‛মেলা’ ছবির ওভার অ্যাক্টিং অনেককেই বিরক্ত করছে।

৯.মনোজ বাজপেয়ী (Manoj Vajpayee) : ‛মিসেস সিরিয়াল কিলার’ ছবিতে তার অভিনয় দেখে হতাশ হয়েছিলেন ভক্তরা। অনেকেই বলেছেন অভিনেতা ওভার অ্যাক্টিং করেছেন।

১০.আমিশা প্যাটেল (Amisha Patel) : ‛আপ মুঝে আচ্ছে লগতে হ্যায়’ ছবিতে আমিশার ওভার অ্যাক্টিং ভক্তদের রীতিমতো বিরক্ত করেছিল।