১ ঘণ্টার লাইভ পারফরমেন্সের জন্য কত টাকা নেন অরিজিৎ? জানলে মাথা ঘুরে যাবে

জিয়াগঞ্জের ভূমিপুত্র তিনি। যিনি কিনা দাপটের সঙ্গে বাংলা ও হিন্দি উভয় ভাষাতেই গান গেয়ে চলেছেন। তার জগৎজোড়া খ্যাতি। কিন্তু তারপরেও কিভাবে মাটিতে পা রেখে চলতে হয় তা বোধহয় তাকে দেখে সকলের শেখা উচিত। কার কথা বলছি বুঝতে অসুবিধা হচ্ছে না নিশ্চই? হ্যাঁ তিনি হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। যিনি কিনা সরলতার আরেকটি নাম। বরাবরই তার সরলতা মুগ্ধ করে মানুষকে।
অরিজিৎ সিংকে (Arijit Singh) নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। তার গান দিয়ে যেমন তিনি মন ছুঁয়েছে বহু মানুষের ঠিক তেমনই তার সাদামাটা জীবনযাত্রা আরও বেশি করে তার প্রতি মানুষকে আকৃষ্ট করে তুলেছে। তার গানে যেমন আছে ভালোবাসা তেমনই আছে বেদনা। বাংলা হোক বা হিন্দি দুই গানের জগতেই উজ্জ্বলতম নক্ষত্র হলেন অরিজিৎ সিং। তার জনপ্রিয়তা যেমন রয়েছে তেমনই তাকে নিয়ে রয়েছে বিতর্ক।
২০০৫ সালে ‛ফেম গুরুকুল’-র ব্যর্থ প্রতিযোগী থেকে হয়ে ওঠেন সঙ্গীত জগতের অন্যতম সেরা শিল্পী। তবে, এই পথটা মোটেই সহজ ছিল না। তারজন্য পেরোতে হয়েছে অনেক চড়াই উতরাই পথ। ‛আশিকি টু’ সিনেমার মাধ্যমে প্রথম ব্রেক পান। বর্তমানে খ্যাতির শীর্ষে থাকা সত্ত্বেও অরিজিৎ (Arijit Singh) থাকেন মাটির কাছাকাছি। আর তাইতো আরব সাগরের তীরে নয় তার বাস মুর্শিবাদের জিয়াগঞ্জে। আর পাঁচটা সাদামাটা মানুষের মতোই তিনি জীবন কাটান।
কিন্তু তার ধনসম্পত্তির পরিমান কত তা জানেন কি? এমনকি একটি লাইভ শো করতেই বা কতটাকা নেন অরিজিৎ (Arijit Singh) জানা আছে? আজকের এই প্রতিবেদনে জানাবো সে বিষয়েই। চলুন তবে জেনে নেওয়া যাক। একঘন্টার একটি লাইভ শোয়ের জন্য অরিজিৎ ১.৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এমনকি একেকটি ছবিতে গান করার জন্য তিনি ৮ থেকে ১০ লক্ষ টাকা নেন। প্রতি মাসে তিনি ৫০ লক্ষ টাকা উপার্জন করেন।
শুধু তাই নয় অরিজিতের মুম্বইয়ের বাড়িটির দাম আট কোটি টাকা। এছাড়াও তার কাছে অনেক দামি দামি গাড়ি রয়েছে। গায়কের নেট ওয়ার্থ ৭ মিলিয়ন ডলার। সবমিলিয়ে অরিজিতের (Arijit Singh) সম্পত্তির পরিমান ৫৫ কোটি টাকা। তাহলে বুঝতেই পারছেন যে, সেদিনের সেই ব্যর্থ ছেলেটা আজ কতটা সফল।