×
Entertainment

জীবনে মোট কত টাকা কামিয়েছেন শ্রাবন্তী? আয়ের পরিমাণ জানলে অবাক হবেন

টলি জগতের একজন নামকরা অভিনেত্রী হলেন শ্রাবন্তী চ্যাটার্জী। তার অভিনয়ের মাধ্যমে তিনি সকলের মন জয় করে রয়েছেন। খুব ছোট বয়স থেকেই তিনি বাংলা অভিনয় জগতের সঙ্গে যুক্ত। তার প্রচুর ফ্যান ফলোইং রয়েছে। অন্যান্য সেলিব্রেটিদের মতো তিনিও সোশ্যাল মিডিয়ায় একটিভ থাকেন। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনি অসংখ্য পোস্ট করেন। তার ফ্যান রা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে আগ্রহী।

শ্রাবন্তী অভিনয় জগতে পা রাখেন চ্যাম্পিয়ন সিনেমার হাত ধরে। তারপর অনেক হিট সিনেমায় তিনি অভিনয় করেছেন। এমনকি ভারতবর্ষের বাইরেও তার অনেক ফলোয়ার রয়েছে। তবে ব্যক্তিগত জীবনে তাকে অনেক ওঠানামার মধ্য দিয়ে যেতে হয়েছে।

মাত্র 16 বছর বয়সে তিনি তার প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এবং তাদের একটি পুত্র সন্তান হয়। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সম্পর্ক টেকে না। 2016 সালের বিবাহ বিচ্ছেদের পর 2017 সালে তিনি দ্বিতীয়বার বিবাহ করেন পেশায় মডেল কিষান ব্রজ কে। কিন্তু সেইবার ও তার সম্পর্ক টেকেনি। দ্বিতীয়বার বিবাহ বিচ্ছেদের পর 2019 সালে তিনি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন রোশন সিং এর সাথে। কিন্তু জানা যাচ্ছে যে রোশান সিংয়ের সাথে ও তার সম্পর্ক টিকছে না। তবে আনুষ্ঠানিকভাবে তারা বিচ্ছেদের ঘোষণা করেনি।

তবে শ্রাবন্তীর জীবনে একজন পুরুষ সারা জীবন থেকে যাবে যিনি হলেন তাঁর পুত্র ঝিনুক, ভালো নাম অভিমুন্য।

শ্রাবন্তীর অনুগামীরা তার ইনকাম সম্পর্কে জানতে আগ্রহী। সম্প্রতি জানা গেছে যে কোনো সিনেমায় অভিনয় করতে তিনি 9 থেকে 10 লাখ টাকা নেন। এছাড়াও কলকাতায় তার সাত কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। শুধু বাড়িই নয় তার পাশাপাশি রয়েছে একটি ফ্ল্যাট এবং একটি রিসোর্ট। এছাড়াও জানা গেছে যে এসব ছাড়াও শ্রাবন্তীর সম্পত্তি মোটামুটি 43 কোটি টাকা।