Entertainment

মধু খেয়ে পরপুরুষকে নিজের কাছে টেনে রোমান্স মহিলার, বাচ্চারা দূরে থাকো এই ভিডিও থেকে

Ullu Web Series: সিনেমার থেকে ওয়েব সিরিজ বর্তমানে মানুষের সবথেকে বেশি পছন্দের। সিনেমা হলের থেকে ঘরে বসে সিরিজ দেখা বেশি মজার। বলিউডের সিনেমায় যা রসদ আছে তার থেকে ওয়েব সিরিজে নির্ঘাত বেশি আছে। অবসর হলেই পছন্দের আদুত সিরিজের এপিসোডে চোখ বুলিয়ে নেওয়া যায়। তবে একইভাবে কি অ্যাডাল্ট ওয়েব সিরিজ গুলির প্রতি দিন দিন ঝোঁক বেড়ে চলেছে। আজ তেমনই একটি ঘাম ঝরানো ওয়েব সিরিজ সম্পর্কে আপনাদের জানাবো।

Web Series Name – হানি ট্র্যাপ (Honey Trap)

Cast – মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হীরাল রাধাহিয়া (Vinita), অঙ্কুশ কল্যাণ (Saurav), নিশা গুপ্তা (Shraddha)

Streaming Platform – উল্লু (Ullu) অ্যাপের মাধ্যমে এই ওয়েব সিরিজ উপভোগ করতে পারবেন।

Series Story – গল্পটি ভিনিতা নামের এক মহিলার সম্পর্কে যার লালসা খুব। তার স্বামী শুধু তাকে অত্যাচার করতো। অবশেষে তিনি একজন বাবার সাথে দেখা করার পরে তার সমস্ত সমস্যার সমাধান পেয়ে যান। সেই বাবা ভিনিতাকে একটি মধু দেন। যা সেসব পুরুষদের ফাঁদে ফেলবে যাদের উপর সে তার চোখ রেখেছে। সেই মধু ব্যবহার করে ভিনিতা নিজের পছন্দের পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ও শরীরের খিদে মেটায়। এমনকি নিজের স্বামীর উপরেও তা যথাযোগ্য প্রয়োগ করে। ভিনিতার জীবন থেকে যা যা হারিয়ে গেছিলো সেগুলি আবারো ফিরে আসে।

Release Date – ২০২২ সালের ২২ সে নভেম্বর এই সিরিজটি রিলিজ করেছিল।

No Of Episode: প্রথম সিজনে দুটি এপিসোড দেখা গিয়েছিলো। তবে সিরিজের দ্বিতীয় সিজন প্রকাশ পেয়েছিল।

Languages – মোট ৬ টি ভাষায় এই ওয়েব সিরিজটি রিলিজ করা হয়েছে।

Subscription: উল্লু অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন। ডাউনলোড করা হয়ে গেলে লগইন করে নির্দিষ্ট টাকার পরিবর্তে সাবস্ক্রিপশন নিয়ে নিন।