Entertainment

‘বিকিনিতে কবে দেখবো?’, রিল ভিডিও বানিয়ে নেটবাসীদের তুমুল কটাক্ষের মুখে ‘পটল কুমার’ হিয়া

‛পটলকুমার গাঁঞ্জাওয়ালা’! ভিডিও পোস্ট করেই ফের কটাক্ষের মুখে অভিনেত্রী হিয়া দে। তার পরিচয় আশাকরি নতুন করে দেওয়ার প্রয়োজন পড়েনা। ২০১৫ সালে স্টার জলসার (Star Jalsha) পর্দায় জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল ‛পটল কুমার গানওয়ালা’। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত পর্দায় চলেছিল এই সিরিয়ালটি। আর সেখানেই শিশুশিল্পী হিসেবে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন হিয়া (Hiya Dey)।

 

View this post on Instagram

 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)

বলতে গেলে পর্দায় তাঁর অভিনয় ছিল দেখার মতো। শিশু গায়ক পটলের জীবনের কষ্ট মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন দর্শকরা। এরপর পেরিয়ে গিয়েছে অনেকগুলো বছর। এখন তিনি কিশোরী। তবে তাকে দেখলে যুবতী বলেই মনে হবে। এরপর জি বাংলার (Zee Bangla) ‛আলো ছায়া’ ধারাবাহিকে আলোর চরিত্রে তাকে দেখা গিয়েছিল। এমনকি স্টার জলসার (Star Jalsha) পর্দায় ‘ফেলনা’ (Felna) সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রেও দেখা মিলেছিল তার।

তবে, শুধু সিরিয়ালই নয় ‛নির্ভয়া’ নামের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে মুখ দেখিয়েছেন হিয়া। কেরিয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ হিয়া দে। মাঝেমধ্যেই নিত্যনতুন ছবি ও ভিডিওতে নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি হিয়া নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে একটি রিল ভিডিও শেয়ার করেছেন। ভিডিওর শুরুতে তাকে চশমা পরতে দেখা যাচ্ছে। তারপর চুল নিয়ে খানিকটা ঢং করেন।

 

View this post on Instagram

 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)

এদিন কালো স্লিভলেস টি-শার্ট ও হটপ্যান্টে ধরা দিয়েছিলেন পর্দার পটল। চোখে সানগ্লাস। খোলা চুলে নিজের মতো করে ভিডিওটি (Video) বানিয়েছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি গান। ভিডিওর স্ক্রিনে লেখা রয়েছে ‛তুমিই হলে একমাত্র তোমার নিজের মানুষ’। যথারীতি হিয়ার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করা মাত্রই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন দর্শকরা। কেউ কেউ ভালো কমেন্ট করেছেন। আবার কেউ ট্রোল ও কটাক্ষের বন্যায় ভরিয়েছেন কমেন্ট সেকশন।

কেউ লিখেছেন ‛পটলকুমার গাঁঞ্জাওয়ালা’! আবার কেউ খিল্লি করে লিখেছেন ‛একটাই ড্রেস! আহা রে’। কেউ আবার দাবি করে লিখেছেন ‛আমার সেই আগের পটলকুমারকেই চাই’। আবার কেউ বাজে মন্তব্য করতেও দুবার ভাবেননি। যদিও এসবের মাঝেই অনেকে আবার তাকে ‛সো কিউট’ বলেছেন। কেউ তো আবার হার্ট ও আগুনের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (Viral) হিয়ার (Hiya Dey) এই ভিডিও (Video)।

 

View this post on Instagram

 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)