রানু মন্ডলের সাথে দেখা করে কেঁদে ভাসালেন হিমেশ রেশমিয়া, তুমুল ভাইরাল ভিডিও
রানাঘাটের রানু মন্ডলকে এখন কেই না চেনে। তার সুমধুর কন্ঠস্বর তাকে রাতারাতি রানাঘাট স্টেশন থেকে পৌঁছে দিয়েছিল মুম্বাইতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তাঁর গানের গলা সবাই এতটাই মুগ্ধ হয়েছিল যে, স্বয়ং হিমেশ রেশমিয়া তাঁকে গান গাওয়ার সুযোগ করে দেয়।
আর তারপরই রানাঘাটের রানু মন্ডল রাতারাতি হয়ে গিয়েছিল সিংগিং সেনসেশন। সেখানে হিমেশ রেশমিয়ার তত্ত্বাবধানে বেশ কয়েকটি গানও গেয়েছিলেন তিনি।
এরপর আর ফিরে তাকাতে হয়নি রানু মন্ডলকে। কিন্তু তার নিজের স্বভাবের জন্যই বারবার হাতছানি হয়েছে তার অনেক কিছু। তবে, কিছুদিন আগেও তিনি বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী রূপঙ্করের সঙ্গে ভিডিও শ্যুট করতে চলেছেন বলে শোনা গেছিল। আর তাঁর নতুন গান শোনার জন্য অপেক্ষায় রয়েছে নেটিজেনরা।
তবে, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে যে, হিমেশ রেশমিয়া রানু মন্ডলের লড়াই এর কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে গেছিল। এমনকি তিনি চোখের জল ধরে রাখতে পারেনি। তিনি নিজেও লড়াই করে প্রতিষ্ঠিত হয়েছেন বলে জানিয়েছেন।
কিন্তু, রানু মন্ডলকে আজ এই জায়গায় পৌঁছে দেওয়ার কৃতিত্ব তিনি একেবারেই নিজে নিতে রাজি নন। তাঁর মতে দর্শকরা আজ যদি রানু মন্ডলের গান না শুনতো তাহলে রানুর গান এত জনপ্রিয়তা পেত না। তাঁর মতে দর্শকরাই রানুকে এবং তাঁর গানকে জনপ্রিয় করে তুলেছে। সম্প্রতি হিমেশ এর বলা এই কথা গুলোই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।