Entertainment

যৌনতায় ভরা ১০টি বলিউড সিনেমা, উপভোগ করতে ভুলেও পরিবারের সঙ্গে দেখবেন না, রইলো তালিকা

Advertisement
Advertisements

10 Bold Bollywood Movie পরিবারের সঙ্গে সময় কাটানোর একটি দারুন উপায় হলো সিনেমা দেখা। কিন্তু অনেক সময় সিনেমার মধ্যে এমন অন্তরঙ্গ দৃশ্য থাকে যে পরিবারের সঙ্গে দেখলে অস্বস্তিতে পড়তে হয়। তাই পরিবারের সঙ্গে দেখার জন্য সিনেমা নির্বাচনের আগে একটু খোঁজখবর নিয়ে নেওয়ায় ভালো। এই যেমন বলিউডের এই ১০টি ছবি ভুলেও পরিবারের সঙ্গে দেখা যাবে না। এই ছবিগুলি উপভোগ করতে হলে আপনাকে অবলম্বন করতে হবে গোপনীয়তা। নাহলে আপনিই লজ্জায় পড়তে পারেন। চলুন দেখে নিই সেই ১০টি বলিউড সিনেমা কি কি –

১) কামসুত্র –

১৯৯৬ সালে মুক্তি পায় এই ছবিটি। একাধিক যৌন দৃশ্য থাকায় সিনেমা মুক্তির পরই ব্যাপক বিতর্কের মুখে পড়ে। এমনকি ভারতে এই ছবি নিষিদ্ধ অব্দি করে দেওয়া হয়।

২) জিসম – ২০০৩ সালে মুক্তি পায় জন আব্রাহাম এবং বিপাশা বসু অভিনীত ইরোটিক থ্রিলার ছবি জিসম। এই সিনেমায় জন ও বিপাশার রগরগে যৌনতাপূর্ণ দৃশ্য হইচই ফেলে দেয় দর্শকমহলে।

৩) উৎসব – রেখা অভিনীত ‘উৎসব’ ছবিটি ১৯৮৪ সালে মুক্তি পায়। এই সিনেমায় কন্যা ভ্রূণ হত্যার কারণে গ্রামগুলিতে কেবল পুরুষ জনসংখ্যা বৃদ্ধি হয়ে ওঠে।

৪) মাতৃভূমি – ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি সারা দেশজুড়ে শিশুকন্যা হত্যার উপর নির্মিত। এই সিনেমায় মূলত যৌন লিঙ্গ ভারসাম্যহীনতা তুলে ধরা হয়েছে।

৫) বিএ পাস –

শিল্পা শুক্ল ও শাদাব কামাল অভিনীত এই ইরোটিক ছবিটি ২০১৩ সালে মুক্তি পায়। মদনমোহন শিক্কার বিখ্যাত ছোটগল্প “দা রেলওয়ে আন্টি”র উপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হয়।

৬) দ্যা ডার্টি পিকচার –

বিদ্যা বালান অভিনীত এই ছবিটি প্রায় সকলেই ইতিমধ্যে দেখে ফেলেছেন। এই ছবিতে একাধিক যৌনতাপূর্ণ দৃশ্য করে বিদ্যা বালান জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন। দক্ষিণী নায়িকা সিল্ক স্মিতার জীবনী নিয়ে তৈরি এই ছবিটি ২০১১ সালে মুক্তি পায়।

৭) হান্টার –

এটি একটি প্রাপ্তবয়স্ক কমেডি ছবি। একাধিক বোল্ড দৃশ্যে ভরপুর এই সিনেমা মুক্তি পায় ২০১৫ সালে।

৮) পার্চড – এই সিনেমায় সমাজের বিভিন্ন মহিলার গল্প তুলে ধরা হয়েছে। যারা পুরুষ, যৌনতা ও জীবনের সঙ্গে লড়াই করে। চরম ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর এই সিনেমায় রাধিকা আপ্তে অভিনয় করেছেন।

৯) ব্যান্ডিট কুইন –

ফুলন দেবীর জীবনী নিয়ে এই ছবিটি তৈরি হয়। একাধিক বোল্ড সিনে ভর্তি এটি একটি ইরোটিক থ্রিলার মুভিটি মুক্তি পায় ১৯৯৪ সালে।

১০) ফায়ার –

এটিই প্রথম ভারতীয় সিনেমা যেখানে সমকামিতা এবং লেসবিয়ান সম্পর্ক তুলে ধরা হয়েছিল। শাবানা আজমি অভিনীত এই সিনেমা ভারতীয় চলচিত্রের ইতিহাসে একটি চর্চিত একটি সিনেমা।