×
Entertainment

অমিতাভের সঙ্গে এই ছবিতে অভিনয় করার সময় প্রেগন্যান্ট হেমা মালিনী শত চেষ্টা করেও লুকোতে পারেননি বেবি বাম্প

‛সত্তে পে সত্তা’ ছবির শ্যুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন হেমা মালিনী

Hema Malini : অমিতাভ বচ্চনের সঙ্গে শ্যুটিং চলার সময় গর্ভবতী হেমা মালিনী (Hema Malini)। শত চেষ্টা করেও লুকোতে পারেননি বেবিবাম্প। বলিউড (Bollywood) মানেই হাজার একটা গসিপ। কখনও তা সত্য হয়। আবার কখনও তা কেবলই রটনা। এমনকি তখন এত সোশ্যাল মিডিয়ার রমরমা ছিল না। যার ফলে এখনকার দিনের মতো নায়িকাদের বেবিবাম্প নিয়ে ফটোশ্যুটের ফ্যাশন ছিল না। ছিল না বেবি বাম্প (Baby Bump) মুছে ফেলার গ্রাফিক্সের সুবিধা। যার ফলে ক্যামেরাতে নায়িকাদের বেবি বাম্প স্পষ্টভাবেই বোঝা যেত।

যদিও অনেকরকমভাবেই নায়িকারা নিজেই চেষ্টা করতেন বেবিবাম্প ঢাকার। কিন্তু সবসময় তা সফল হতনা। তেমনই ‛সত্তে পে সত্তা’ (Satte Pe Satta) ছবির শ্যুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন হেমা মালিনী (Hema Malini)। প্রযোজক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কারণে সেইসময় শ্যুটিং পেছানোও সম্ভব হয়নি। কিন্তু শ্যুটিংয়ের সময় শাল দিয়ে অনেক ভাবেই হেমা নিজের বেবিবাম্প লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু পুরোপুরিভাবে সফল হননি।

তবে, সেই সময় হেমার এই ছবি দারুনভাবে হিট হলেও অন্তঃসত্ত্বা থাকার কারণে প্রচুরভাবে সমালোচিত হতে হয়েছিল অভিনেত্রীকে। এই সিনেমায় হেমার বিপরীতে দেখা গিয়েছিল বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-কে। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে হেমা মালিনী ও অমিতাভ বচ্চনের জুটি নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাদের জুটি যখনই পর্দায় এসেছে তখনই সুপারহিট হয়েছে।

প্রসঙ্গত, হেমা মালিনী বিয়ে করেছিলেন ধর্মেন্দ্রকে। আগে থেকেই বিবাহিত ছিলেন ধর্মেন্দ্র। তার প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ না করেই হেমাকে বিয়ে করেছিলেন। অভিনেতার প্রথম স্ত্রীর তাদের বিয়েতে কোনো সমস্যা ছিল না। তাদের দুই মেয়ে, যাদের নাম এষা ও অহনা।