×
Entertainment

Mx Player-এ তোলপাড় সৃষ্টি করেছে এই বোল্ড ওয়েব সিরিজ, ভুলেও পরিবারের সামনে দেখবেন না

Mx-Player কিন্তু দর্শকদের জন্য সবসময় ফ্রি। এমন দুর্দান্ত ও হাই বাজেট কনটেন্ট সম্পূর্ণ বিনামূল্যে দেখা যায় সেখানে। এর কারণে একের পর এক সিরিজ রিলিজ করে সেখানেই। ২০১৯ সালে ‘Hello Mini‘ সিরিজটি রিলিজ হয়েছিল। সেখানেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিল অভিনেত্রী অনুজা জোশি (Anuja Joshi)।

সিরিজে তার অভিনয় নেটিজেনদের ঘাম ঝরিয়েছে। প্রথম সিজনে অভিনেত্রী প্রিয়া ব্যানার্জী (Priya Banerjee) -র সাথে অনুজার লেসবিয়ান সিন সব থেকে নজর কেড়েছিল। পরবর্তী সময়ে ২৬ সে ফেব্রুয়ারী ২০২১ সালে দ্বিতীয় সিজন রিলিজ হয়। প্রতিটি সিনেই কার্যত উষ্ণতা চড়িয়েছে এই সিরিজ। সাথেই অনুজার অভিনয় যেন এক অন্য মাত্রা দিয়েছে।

এখনও পর্যন্ত তিনটি সিজন মিলিয়ে মোট ৩৫ টি এপিসোড হয়েছে এই সিরিজ। জনপ্রিয় থ্রিলার লেখক নভনীল চক্রবর্তীর উপন্যাস ‘Strenger Triology’ থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। শোনা গেছে সিরিজের চতুর্থ সিজনও নাকি আসতে পারে। সব মিলিয়ে এই সিরিজ যে ‘আশ্রম’ সিরিজের থেকেও বেশি ঘাম ঝরাতে সক্ষম তা প্রমাণিত।

উল্লেখ্য এই কন্টেন্ট শুধুমাত্র অ্যাডাল্টদের জন্য।