Entertainment

Happy Birthday Shahrukh Khan: ৫৬-তে পা দিলেন কিং খান, এখনও শাহরুখের জন্য পাগল অভিনেতার হাঁটুর বয়সী মেয়েরাও

Advertisement

শাহরুখ খান (Shah Rukh Khan) এই নামটাই যেন যথেষ্ঠ হাজার যুবতীর মনে ঝড় তুলতে। বলিউডের (Bollywood) বাদশা তিনি। তাঁর সেই ডিম্পল গালের হাসি থেকে শুরু করে মায়াবী চাউনিতে মন মজেছে ৮-৮০ সকল রমণীদের। আর আজ সেই সকলের প্রিয় অভিনেতার জন্মদিন। এদিন ৫৬ বছরে পা দিলেন অভিনেতা। কিন্তু তাঁকে দেখে বোঝার উপায় নেই তাঁর বয়স। তিনি আজও আগের মতোই ফিট এন্ড ফাইন।

Happy Birthday Shahrukh Khan: ৫৬-তে পা দিলেন কিং খান, এখনও শাহরুখের জন্য পাগল অভিনেতার হাঁটুর বয়সী মেয়েরাও
শাহরুখ খান (Shahrukh Khan)

বহু রকম চরিত্রে তাঁর ভিন্ন স্বাদের লুক ও অভিনয় মন ছুঁয়েছে সকল দর্শকদের। তবে, এবছর অভিনেতার জন্মদিন কীভাবে পালন করা হবে পরিবারের তাঁর দিকে তাকিয়ে সকলেই। কেননা প্রতিবছরের তুলনায় এবছরটা বাদশার জন্মদিনটা একটু আলাদাই বটে। সম্প্রতি মাদক কান্ড থেকে জামিন পেয়েছেন আরিয়ান (Aryan)। তবে, প্ল্যান ছিল এবছর অভিনেতার জন্মদিনটা আলিবাগের আলিশান বাড়িতেই কাটাবেন।

Happy Birthday Shahrukh Khan: ৫৬-তে পা দিলেন কিং খান, এখনও শাহরুখের জন্য পাগল অভিনেতার হাঁটুর বয়সী মেয়েরাও
শাহরুখ খান ও আরিয়ান খান (Shahrukh and Aryan)

তবে, আলিবাগ যেতে হলে কোলাবা পথে যেতে হবে তাঁদের। কিন্তু আপাতত যেভাবে তাঁদের ঘিরে রেখেছে সকলেই তাঁতে আরিয়ানকে (Aryan) নিয়ে কোনো ভাবেই কোনো রিস্ক নিতে চাননা এই তারকা দম্পতি। আর তাই বাড়িতেই ঘরোয়া মেজাজে পালিত হবে অভিনেতার জন্মদিন। ছেলে বাড়ি ফেলার পর সকলের সঙ্গেই কথা বলছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তবে, এখনই সকলকে মন্নতে আসতে বারণ করছেন। আরিয়ানকে খাপ খাইয়ে নেওয়ার জন্য সময় দিতে চাইছেন তিনি। তবে, ছেলে ঘরে ফেরায় স্বভাবতই হাসি ফুটেছে বাদশার মুখে। সম্প্রতি অভিনেতার জন্মদিনের (Birthday) কথাই প্রকাশ্যে এসেছে।